২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ২১:২৫, ২৪ মে ২০২৩

আপডেট: ২১:৫৮, ২৪ মে ২০২৩

পাঁচ উপজেলায় স্মার্টকার্ডে টিসিবি পণ্য বিক্রি

পাঁচ উপজেলায় স্মার্টকার্ডে টিসিবি পণ্য বিক্রি

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পাঁচ উপজেলায় স্মার্ট কার্ডের মাধ্যমে উপকারভোগীদের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। বুধবার (২৪ মে) বিভিন্ন উপজেলায় গিয়ে এই কার্যক্রম পরিদর্শন করেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মাসুদুল হাসান।

সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী আড়াইহাজার, রূপগঞ্জ, সোনারগাঁ ও বন্দর উপজেলায় এই কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি গ্রাহকদের মাঝে টিসিবি’র পণ্য বিতরণও করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজসহ উপজেলাগুলোর নির্বাহী কর্মকর্তাগণ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

এ বিষয়ে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, স্মার্ট কার্ডের মাধ্যমে ভোগান্তি ছাড়াই স্বল্প সময়ের মধ্যে গ্রাহকদের হাতে পণ্য তুলে দেয়া হয়েছে। পাশাপাশি হিসেব নিকেষের জটিলতা ও বিশৃঙ্খলা দূর হয়েছে। স্মার্ট সফটওয়্যারের মাধ্যমে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার মাধ্যমে স্মার্ট বাংলাদেশের সুফল মানুষ ভোগ করছে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়