২৮ মার্চ ২০২৪

প্রকাশিত: ২১:০৩, ৪ অক্টোবর ২০২০

আপডেট: ২১:০৫, ৪ অক্টোবর ২০২০

পাগলায় গ্রীণ ডেলটা হাসপাতালে চিকিৎসা বিষয়ক মতবিনিময় সভা

পাগলায় গ্রীণ ডেলটা হাসপাতালে চিকিৎসা বিষয়ক মতবিনিময় সভা

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা এলাকায় পল্লী চিকিৎসক ও ওষুধ ব্যবসায়ীদের নিয়ে চিকিৎসা বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় গ্রীণ ডেলটা হাসপাতাল এন্ড ল্যাব এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীণ ডেলটা হাসপাতাল এন্ড ল্যাব এর চেয়ারম্যান ডা. ফারহানা সুলতানা তানিয়া। সঞ্চলনায় ছিলেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা মেজর ডা. সোহেলুর রহমান।

অনুষ্ঠানে পল্লী চিকিৎসক ও ওষুধ ব্যবসায়ীগণ গ্রীণ ডেলটা হাসপাতাল এন্ড ল্যাব এর চিকিৎসা সেবার মান ভালো বলে সন্তোষ প্রকাশ করেন এবং সেবার মান আরও ভালো করার বিষয়ে পরামর্শ দেন।

প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা মেজর ডা. সোহেলুর রহমান সকলের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে পাগলা বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়