১৯ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:১৯, ২৮ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ২১:২৪, ২৮ সেপ্টেম্বর ২০২২

পাঠাগারের জায়গা দখল ঠিক হয়নি: মোহাম্মদ আলী

পাঠাগারের জায়গা দখল ঠিক হয়নি: মোহাম্মদ আলী

প্রেস নারায়ণগঞ্জ: মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাইনবোর্ড লাগিয়ে সদর উপজেলার তল্লার ‘সাধারণ পাঠাগার, নারায়ণগঞ্জ’ এর মাঠ দখল করার বিষয়ে ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়েছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। বুধবার (২৮ সেপ্টেম্বর) সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ আলী বলেন, ‘আমি ঢাকায় ছিলাম। বিষয়টা পড়ে জানছি। মুক্তিযোদ্ধার সন্তানরা কেন কীভাবে জায়গা একটা দখল করে নিছে। পাঠাগারের লোকজনের সাথে আলোচনা করে জায়গা করে নিতে হবে। সরকারি জায়গা সবার জায়গা। এইখানে আরেকজনের জায়গা বন্ধ করে দিয়ে জোর করে দখল করতে গেলে তো চলবে না। এইটাকে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের জেলা কমিটি কোনভাবেই সমর্থন করবে না। এমনটা কেউ কইরা থাকলে ঠিক করো নাই।’

মুক্তিযোদ্ধার সন্তানদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আগামী সাতদিনের মধ্যে এইটা সমাধান করতে হবে। এইটা নিয়া যেন আর বাড়াবাড়ি না হয়। মূল যেই কাজ সেইটা তো করতেছি না।’

তিনি বলেন, ‘প্রতিটি ইউনিয়নে একেকটা করে কমিটি করা হয়েছে। সেগুলো আমাদের আয়ত্তে নাই কেন সেইটার দায় আমাদের। আগামী দিনে বঙ্গবন্ধুর আদর্শকে ধরে রাখার জন্য, মুক্তিযোদ্ধাদের রক্ষার জন্য যা যা করার দরকার করতে হবে। আমাদের সন্তানরা সুসংগঠিতভাবে এইটা করবে।’

উল্লেখ্য, গত শনিবার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাইনবোর্ড লাগিয়ে সাধারণ পাঠাগারের সামনের মাঠটি দখলে নেওয়া হয়েছে। সাবেক কাউন্সিলর জমশের আলী ঝন্টুর নেতৃত্বে এই মাঠ দখলে নেওয়া হয়। এই ঘটনার সাথে স্থানীয় কয়েকজন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা জড়িত আছেন বলে অভিযোগ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়