২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:৪২, ২ জুন ২০২৩

আপডেট: ০১:৪৩, ৩ জুন ২০২৩

পুলিশ ছাড়া মাঠে নামেন, জনগণ দেখিয়ে দেবে: সাকি

পুলিশ ছাড়া মাঠে নামেন, জনগণ দেখিয়ে দেবে: সাকি

প্রেস নারায়ণগঞ্জ: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ক্ষমতাসীন দলের উদ্দেশে বলেছেন, ‘প্রায়সময় তারা বলেন, ওনারা নাকি জনগণের শক্তির উপর দাঁড়িয়ে আছেন৷ পুলিশ ছাড়া মাঠে নামেন, জনগণ দেখিয়ে দেবে আপনাদের কী পরিমাণ শক্তি আছে৷ পুলিশ ছেড়ে যে আপনারা পালাবেন দিগবিদিক সেইটা তো নিজেরাই বলেন, আপনাদের দলের সাধারণ সম্পাদক বলেন৷ রাস্তায় নামলে পালানোর সময় পাবেন না৷’

শুক্রবার (২ জুন) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে দলটির জেলা সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ এর আগে সকালে দু’দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন কৃষক-মজুর সংহতির সভাপতি দেওয়ান আব্দুর রশীদ৷

তিনি আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যে দল দিনের পর দিন হরতাল, অবরোধ করেছে, সেই দল ২০০৯ সালে ক্ষমতায় এসে তা বাতিল করে দিলেন৷ পঞ্চদশ সংশোধনী সংবিধানসম্মতভাবে করা হয় নাই৷ দেশে যে রাজনৈতিক সমঝোতা তৈরি হয়েছিল তা বাতিল করে দিলেন৷ এতে দেশে জমিদারি, ফ্যাসিবাদী, একদলীয়, এক ব্যক্তির শাসনব্যবস্থা তৈরি হলো৷’

‘এ দেশ জনগণের, তাদের উপরে কেউ নাই৷ সংবিধানে বলা হয়েছে, দেশ চলবে জনগণের ইচ্ছায়৷’, যোগ করেন সাকি৷

‘২০১৮ সালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক নির্বাচন হয়েছে’— মন্তব্য করে গণসংহতির সমন্বয়কারী বলেন, ‘এর আগেও নির্বাচনে কারচুপি, অনিয়ম হয়েছে কিন্তু ’১৮ সালের মতো এত কলঙ্ক, এ রকমভাবে ভোটডাকাতি কোনকালে হয় নাই৷ এতদিন আন্তর্জাতিক শক্তিগুলোর সমর্থন পেয়ে এসেছেন৷ ২০১৪ ও ১৮ সালের নির্বাচনে নিশ্চুপ ছিল তারা৷ কিন্তু এখন তারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন৷ যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতিতে বোঝা যাচ্ছে আগের মতো সমর্থনটা নাই৷ ওনারা (সরকার) বিপদে পড়ে গেছেন৷’

তিনি আরও বলেন, ‘ওরা যা করেছে আমরা তা করবো না৷ আমরা দেশে শান্তি চাই৷ সে কারণে প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতি বিরোধীদলের আন্দোলন থেকে উঠিয়ে দেওয়া হয়েছে৷ বিরোধীদলের স্পষ্ট ঘোষণা, এদেশে প্রতিশোধ আর প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে৷ এজন্য রাষ্ট্রের পরিবর্তন করতে হবে৷ এজন্য প্রথম পদক্ষেপ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা৷’

জোনায়েদ সাকি বলেন, ‘আওয়ামী লীগ সরকার এভাবে আর ক্ষমতায় থাকতে পারবে না৷ রাজপথ দখল নিতে হবে৷ যারা দেশের বিরুদ্ধে, মানুষের ভোটের অধিকার, মানুষের মর্যাদার বিরুদ্ধে কাজ করছে তাদের ধাওয়া দিতে হবে৷ সংসদ, বিচার বিভাগ, সরকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এ ব্যক্তির জমিদারিকরণ করার আইনকে বদলে দিয়ে জবাবদিহিতা ও ভারসাম্যের জায়গায় আনবো৷’

দলটির জেলা কমিটির সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে ও নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গার্মেন্টস সংহতি আন্দোলনের সভাপ্রধান তাসলিমা আক্তার, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ৷

শনিবার সম্মেলনের দ্বিতীয় দিনে জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়