২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২২:৪২, ১৪ অক্টোবর ২০২০

পূজা উদযাপন পরিষদের সাথে পুলিশের মত বিনিময়

পূজা উদযাপন পরিষদের সাথে পুলিশের মত বিনিময়

প্রেস নারায়ণগঞ্জ: শারদীয় দূর্গোৎব উপলক্ষে বন্দর উপজেলা পূজা উদযাপন কমিটির সাথে মত বিনিময় সভা করেছে বন্দর থানা পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় থানা কম্পাউন্ডে এ সভা অনুষ্ঠিত হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুদ্দীন ভূঁইয়ার সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বন্দরে ২৬টি পূজামন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ।

মত বিনিরময় সভায় ফখরুদ্দীন ভূইয়া জানান, এবার বন্দরে ২৬টি পূজা মন্ডপে শারদিয়া দূর্গা উৎসব অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দরে ৯টি ওয়ার্ডের মধ্যে ৫টি ওয়ার্ডের ১৩টি পূজামন্ডপে দূর্গা উৎসব অনুষ্ঠিত হবে। পূজামন্ডপ গুলো হলো, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৬ নং ওয়ার্ডের ১নং ঢাকেরশ্বরী দেব মন্দির, ২৩ নং ওয়ার্ড শ্রী শ্রী কৃষœ ও শিব মন্দির, একরামপুর জেলেপাড়া শ্রী শ্রী দূর্গা মন্দির, সনাতন সেবা সংঘ, ২২ নং ওয়ার্ডে বন্দর বাজার শ্রী শ্রী র্সাবজননী দূর্গা মন্দির, বাবুপাড়া গোপীনাথ জিওর আখরা, বাবুপাড়া শ্রী শ্রী লাল জি মন্দির, র‌্যালী লেজার্স সাবজনীন দূর্গা পূজা মন্ডপ, আমিন আবাসিক সাবজনীন দূর্গা পূজা মন্ডপ ও জামাইপাড়া প্রজন্ম দূর্গা পূজা মন্ডপ, ২১ নং ওয়ার্ডে বন্দর বাবুপাড়া বৃন্দবন চন্দ্রের মন্দির দূর্গা পূজা মন্ডপ ও সোনাকান্দা ঋষিপাড়া শ্রী শ্রী রক্ষাকালি মন্দির ও ১৯ নং ওয়ার্ড মদনগঞ্জ শ্রী শ্রী লাল জিউর আখড়া।

এ ছাড়াও বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে মদনপুর ইউনিয়ন ছাড়া বাকি ৪টি ইউনিয়নের ১৩টি পূজামন্ডপে দূর্গা উৎসব অনুষ্ঠিত হবে।

পূজা মন্ডপ গুলো হলো, ধামগড় ইউনিয়ন পরিষদের আড্ডা শ্যামপুর এলাকার শ্রী শ্রী রক্ষাকালী মন্দির দূর্গাপূজা মন্ডপ, লাঙ্গলবন্ধ রাজঘাট শ্রী শ্রী দূর্গা পূজা মন্ডপ, লাঙ্গলবন্ধ তিলক যাত্রী নিবাস মাহাতীর্থ লাঙ্গলবন্ধ ¯œান উৎসব সেবা কেন্দ্রীয় কমিটি দূর্গাপূজা মন্ডপ, লাঙ্গলবন্ধ জয়কালী মন্দির যুব সংঘ দূর্গা পূজা মন্ডপ, জহরপুর মুনিষিপাড়া শ্রী শ্রী রক্ষাকালী মন্দির সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, লাঙ্গলবন্ধ প্রেমতলা স্বামী দ্বিগবিজয় ব্রক্ষচারী আশ্রম দূর্গা পূজা মন্ডপ, দাঁশেরগাওস্থ গোবিন্দকুল শিব ও দূর্গা মন্দির সেবা, দাঁশেরগাও গোবিন্দকুল শ্রী শ্রী রক্ষাকালী মন্দির, বন্দর ইউনিয়ন মিরকুন্ডি ও বিবিজোড়া শ্রী শ্রী পরেশ মহাত্মা আশ্রম দূর্গা পূজা মন্ডপ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের দিঘলদী শ্রী শ্রী রক্ষাকালী মন্দির, সাবদী শ্রী শ্রী রক্ষাকালী মন্দির,শুভকরদী দূর্গা পূজা মন্ডপ, সেলসারদী জিওধরা মুনিঋষিপাড়া শ্রী শ্রী রক্ষাকালী মন্দির।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়