১৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:৪৪, ২০ আগস্ট ২০২১

আপডেট: ২০:৪৪, ২০ আগস্ট ২০২১

পোশাক কর্মীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় জিটিইউসি’র ক্ষোভ

পোশাক কর্মীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় জিটিইউসি’র ক্ষোভ

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় নারী পোশাক শ্রমিককে ধর্ষণ চেষ্টার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জেলা গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র (জিটিইউসি)। শুক্রবার (২০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সংগঠনের নেতারা।

সংগঠনের সভাপতি এম এ শাহীন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ওই বিবৃতিতে বলেন, ‘আমরা গণমাধ্যমে লক্ষ্য করলাম গত ১৮ আগষ্ট বুধবার ফতুল্লার ভোলাইল গেদ্দার বাজারের মরা খাল নামক স্থানে গভীর রাতে রাত্রিকালীন কাজ (নাইট ডিউটি) থেকে ফেরার পথে এক নারী শ্রমিককে বখাটেরা ধর্ষণের চেষ্টা করেন। পরবর্তীতে উক্ত নারীর আর্তচিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে এলে ওই নারী রক্ষা পান। এবং এলাকাবাসীর সহায়তায় তিনজন অভিযুক্তকে পুলিশ ধরতে পারেন। ওই নারী বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলাও করেছেন।’

শ্রমিক নেতারা বলেন, ‘আমরা সম্প্রতি লক্ষ্য করছি সাধারণ শ্রমিকদের উপর এ ধরনের নীপিড়নের ঘটনা বেড়েই চলছে। বিশেষ করে শিল্প এলাকার আশেপাশে এ ধরনের অপরাধীদের অভয়ারন্য তৈরি হয়েছে এবং তাদেরকে শিল্প এলাকার ঝুট সন্ত্রাসীরা লালন করে থাকেন। তাই অপরাধ করলেও সহজেই তারা পার পেয়ে যান। অনেক নারী শ্রমিক নির্যাতনের শিকার হলেও সহজে প্রতিবাদ ও অভিযোগ করতে চান না। আমরা বিগত সময়েও সরকারে উচ্চ দপ্তরে আলোচনার টেবিলে নারী শ্রমিকদের রাত্রিকালীন ডিউটি থেকে ফেরতকালে নিরাপত্তার কথা বললেও তাতে সুফল পাওয়া যায়নি। শিল্প এলাকাকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীরা বেপরোয়া আচরণ করে চলছে। প্রশাসনও মনে হচ্ছে নীরব থাকছে। আমরা প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করছি। অন্যথায় আমরা রাজপথে নামতে বাধ্য হবো।’

উল্লেখ্য, ফতুল্লায় গত ১৮ আগস্ট রাতে কর্মস্থল থেকে ফেরার পথে ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন এক পোশাক কর্মী। তিনি এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে আটক করে। পরে তাদের নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় গ্রেফতার দেখানো হয়।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়