২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:৪৭, ২৮ জুন ২০২২

আপডেট: ২০:৪৮, ২৮ জুন ২০২২

প্যারাডাইজ শ্রমিকদের বিক্ষোভ

প্যারাডাইজ শ্রমিকদের বিক্ষোভ

প্রেস নারায়ণগঞ্জ: ঈদের পূর্বে জুন মাসের পূর্ণ বেতন ও ঈদ বোনাসের দাবিতে প্যারাডাইজ শ্রমিকরা বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (২৮ জুন) বিকেল ৫টায় ফতুল্লার কুতুবআইল এলাকায় অবস্থিত কারখানা গেইটের সামনে জড়ো হন শ্রমিকরা।

প্যারাডাইজ কারখানার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রাসেলের সভাপত্বিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলার যুগ্ম সাধারণ সম্পাদক শ্রমিক নেতা ইকবাল হোসেন, ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সহসভাপতি মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক মো. বাবুল, সহসাধারণ সম্পাদক মো. বাদল প্রমুখ।

শ্রমিক নেতারা বলেন, আমরা ঈদুল আযহার পূর্ণ বোনাস ও জুন মাসের বেতনসহ বকেয়া বেতনের দাবিতে রাজপথে নেমেছি। অতীতে আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। ঈদের পূর্বে পরিবার, সন্তানদের নিয়ে অভুক্ত থাকার, মালিকপক্ষ বারবার আমাদেরকে পাওনা থেকে অধিকার থেকে বঞ্চিত করেছেন। আমরা এখনও বকেয়া ১৩ মাসের বেতন পাইনি। বার বার সময় দিয়েও অদ্যবধি পরিশোধ করেন নাই। আমরা বেঁচে থাকার জন্য প্রয়োজনে কঠোর হবো। আমাদের পরিবার সন্তানদের মুখে খাদ্য তুলে দিতে আমাদের যেকোন কঠোর লড়াই আমরা লড়তে প্রস্তুত। সরকারকে বলবো, মালিকের অন্যায় আচরণ আজ আমাদেরকে আজ বেঁচে থাকার পথ রুদ্ধ করে তুলছে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়