২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৩:২৭, ১ জুলাই ২০২০

আপডেট: ১৭:০৩, ১ জুলাই ২০২০

প্রশাসন ক্যাডারে নিয়োগ পরীক্ষায় প্রথম নারায়ণগঞ্জের শরীফ

প্রশাসন ক্যাডারে নিয়োগ পরীক্ষায় প্রথম নারায়ণগঞ্জের শরীফ

প্রেস নারায়ণগঞ্জ: বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েছেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সন্তান এসএম রুহুল আমিন শরীফ। তিনি উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামের সমাজসেবক মো. ছিদ্দিকুর রহমানের ছেলে। দেশের সর্বোচ্চ মেধাবীদের অংশগ্রহণে ৩৮তম বিসিএস পরীক্ষায় এই কৃতিত্বের স্বাক্ষর রাখেন তিনি। মঙ্গলবার (৩০ জুন) সরকারি কর্ম কমিশন (পিএসসি)৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করলে এই তথ্য জানা যায়।

এসএম রুহুল আমিন শরীফ প্রাথমিকে বৃত্তি পরীক্ষায় “ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলেন। কৃতিত্বের সাথে শম্ভুপুরা হাই স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর পাশ করেন। শিক্ষাজীবন শেষ করে কৃষি ব্যাংকে যোগ দেন তিনি। ব্যাংকে চাকরিরত থাকা অবস্থায় বিসিএস পরীক্ষায় অংশ গ্রহণ করেন তিনি।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়