২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২২:২৬, ২৭ মে ২০২৩

আপডেট: ২২:২৬, ২৭ মে ২০২৩

ফতুল্লা স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু করবো: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফতুল্লা স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু করবো: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রেস নারায়ণগঞ্জ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘সারাদেশে ১৮৬টি মিনি স্টেডিয়াম করার উদ্যোগ নেয়া হয়েছে। ফুটবলের উন্নয়নে ইন্টার স্কুল ফুটবল চালু না থাকলেও অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সারাদেশে হাইস্কুল পর্যায়ে খেলা চালু আছে।’

ফতুল্লায় আন্তর্জাতিক ক্রিকেট ভ্যেনু খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের জলাবদ্ধতা ও সংস্কার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘রিপোর্ট পেতেই আমাদের ৫ বছর সময় লেগেছে৷ এখন আমরা সংস্কার কাজ শুরু করবো।’

শনিবার বিকেলে নারায়ণগঞ্জে বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি উপলক্ষ শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুর্ধ্ব-১৬ ও মাস্টার্স ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শহরের শেখ রাসেল পার্কের ভেতরে স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়।

মাস্টার্স ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়া দল সোনালী অতীত ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে সোনালী সকাল ক্লাব বিজয়ী হয়। পরে শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুধর্ব ১৬ অংশ নেয়া দল মদনগঞ্জ ফুটবল একাডেমি ও বঙ্গবীর সংসদের মধ্যে ট্রাইবেকারে মদনগঞ্জ ফুটবল একাডেমি বিজয়ী হয়।

প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, যুবলীগের সভাপতি আব্দুল কাদির প্রমুখ৷

অনুষ্ঠানে বঙ্গসাথী ক্লাবের সভাপতি আহমদ আলী রেজা উজ্জ্বল সভাপতিত্ব করেন৷

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গসাথী ক্লাবের সহসভাপতি আব্দুর রব রনি খোকন, সহসভাপতি ফায়জুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার শুভ, সহসাধারণ সম্পাদক মিনহাজুল কাদির মিমন সাংগঠনিক সম্পাদক আলী হায়দার সাগর প্রমুখ৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়