১৯ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২৩:২৬, ১০ ফেব্রুয়ারি ২০২১

ফতুল্লায় ছাত্রদলের মশাল মিছিল

ফতুল্লায় ছাত্রদলের মশাল মিছিল

প্রেস নারায়ণগঞ্জ: বিএনপির প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের প্রস্তাবের প্রতিবাদে মশাল মিছিল করেছে ছাত্রদল৷ বুধবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টায় ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়কের পাগলা এলাকায় মিছিল করে ফতুল্লা থানা ছাত্রদলের পাল্টা কমিটির নেতাকর্মীরা৷

পাল্টা কমিটির আহবায়ক পিয়াস খন্দকারের নেতৃত্বে মিছিলটি মশাল হাতে দাপা ইদ্রাকপুর বালুর মাঠ থেকে শুরু হয়ে তুফানী জামে মসজিদের সামনে এসে শেষ হয়।

মশাল হাতে এ সময় উপস্থিত ছিলেন সদস্যসচিব লেলিন আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফ হাসান, যুগ্ম আহবায়ক শওকত হাসেম ইফতি, মোজাম্মেল প্রধান, রোমান মিয়া, মনিনুল ইসলাম বিজয়, মো. রাহাত চৌধুরী, মো. সবুজ, সাইফুল ইসলাম সাইফ, হাসিবুল ইসলাম, সদস্য জুবায়ের আহম্মেদ জাবেদ, আদর্শ বাবুল, সজীব হোসেন অয়ন, শান্ত ইসলাম, সাইফুল ইসলাম রিফাত, জহিরুল ইসলাম সাগর, তুষার আহম্মেদ, শান্ত হান্নান, সোহান মাহমুদ সাগর প্রমুখ

প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর ৭২তম সভায় জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত নেয়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়