২৩ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৬:২৭, ১৭ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৬:২৭, ১৭ সেপ্টেম্বর ২০২১

ফতুল্লায় বিদেশী মদসহ দুই যুবক গ্রেফতার

ফতুল্লায় বিদেশী মদসহ দুই যুবক গ্রেফতার

প্রেস নারায়ণগঞ্জ: ফতুল্লার মাসদাইর থেকে বিদেশী মদসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে তাদেরকে মাসদাইর ঈদগাহ মাঠ সংলগ্ন মায়ের দোয়া কনফেকশনারি দোকানের সামনের রাস্তা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে পুলিশ নয় বোতল বিদেশী মদ উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা থানার মাসদাইর বাজার এলাকার মৃত ইব্রাহিমের পুত্র ইয়াসিন আরাফাত (২৩) ও একই এলাকার মো. মাহফুজের পুত্র রাজু আহম্মেদ (২৩)।

থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত দশটার দিকে রিক্সা যোগে জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন মায়ের দোয়া কনফেকশনারির সামনের রাস্তা দিয়ে মাসদাইর যাওয়ার পথে ফতুল্লা থানার উপ-পরিদর্শক ফরহাদ সঙ্গীয় ফোর্স নিয়ে রিক্সারোহী দুই যুবককে আটকায়। এসময় তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেস্টা করলে পুলিশ তাদেরকে ধাওয়া করে আটক করে। পুলিশ তাদের নিকট থেকে নয় বোতল বিদেশী মদ উদ্ধার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়