২৮ মার্চ ২০২৪

প্রকাশিত: ১৭:৫৪, ৩ জানুয়ারি ২০২১

আপডেট: ১৭:৫৬, ৩ জানুয়ারি ২০২১

ফতুল্লায় যাত্রীবাহী লঞ্চ থেকে ১২০০ কেজি জাটকা জব্দ

ফতুল্লায় যাত্রীবাহী লঞ্চ থেকে ১২০০ কেজি জাটকা জব্দ

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ১২০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। শনিবার (২ জানুয়ারি) দিবাগত রাত ৩ টায় কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে এ মাছ উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরে রোববার দুপুরে সদর ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে উদ্ধার জাটকাগুলো জব্দ দেখিয়ে স্থানীয় এতিমখানাগুলোতে বিতরণ করা হয়েছে।

জানা গেছে, পাতারহাট থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি ইয়াদ-৩ নামের লঞ্চটি ফতুল্লায় পৌঁছালে রাত ৩টায় কোস্টগার্ড সদস্যরা অভিযান চালায়। এ সময় ১২০০ কেজি জাটকা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে নাহিদা বারিক জানান, জাতীয় মাছ ইলিশ রক্ষার্থে গত বছরের ১ নভেম্বর হতে এই বছরের ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চি (২৫ সে.মি.) অথবা তার চেয়ে ছোট ইলিশ বা জাটকা আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ দণ্ডনীয় অপরাধ। এমভি ইয়াদ-৩ নামের একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ১২০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। উদ্ধার জাটকাগুলো স্থানীয় এতিমখানাগুলোতে বিতরণ করা হয়েছে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়