২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৩:০৫, ৯ জুন ২০২৩

আপডেট: ১০:০১, ১০ জুন ২০২৩

ফতুল্লায় আগুন দগ্ধ একই পরিবারের ৫

ফতুল্লায় আগুন দগ্ধ একই পরিবারের ৫

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন৷ শুক্রবার সকালে কাশীপুর ইউনিয়নের সরদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোহসীন৷

দগ্ধরা হলেন- রিকশাচালক মো. সালাম মন্ডল (৫৫), তার স্ত্রী পোশাক কারখানার শ্রমিক বুলবুলি বেগম (৪০), মেয়ে সোনিয়া আক্তার (৩০), ছেলে মো. টুটুল (২৫), নাতনি মেহজাবিন (৭)৷ তারা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন বলে জানিয়েছে পুলিশ৷

ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম জানান, সকাল সাড়ে নয়টার দিকে একই পরিবারের পাঁচজন সদস্য বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন৷ তাদের মধ্যে সালাম মন্ডলের শরীরের ৭০ শতাংশ, বুলবুলির ২৫ শতাংশ, সোনিয়ার ৪২ শতাংশ, টুটুলের ৬০ শতাংশ মেহজাবিনের ৩৫ শতাংশ পুড়ে গেছে৷ তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক৷

পুলিশ পরিদর্শক মোহসীন বলেন, ‘একইঘরে ঘুমাচ্ছিলেন পরিবারের পাঁচজন সদস্য৷ রাতে চার্জারফ্যান বৈদ্যুতিক সংযোগের সাথে চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন৷ অতিরিক্ত বিদ্যুতের চাপে চার্জার ফ্যানে আগুন ধরে যায়৷ সেখান থেকে বিছানায় আগুন ধরে গেলে পাঁচজন দগ্ধ হন৷’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়