২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ১৯:১১, ১৯ জুন ২০২১

আপডেট: ১৯:১১, ১৯ জুন ২০২১

ফতুল্লায় প্রতারণা মামলায় পিতা-পুত্র গ্রেফতার

ফতুল্লায় প্রতারণা মামলায় পিতা-পুত্র গ্রেফতার

প্রেস নারায়ণগঞ্জ: ফতুল্লায় জালিয়াতি, প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ জুন) দুপুরে আলীগঞ্জস্থ তাদের নিজ বাড়ী থেকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ফতুল্লা থানার আলীগঞ্জের মৃত রহিমুদ্দিনের পুত্র ব্রিক ফিল্ড ও সিএনজি পাম্প ব্যবসায়ী হাজী সাহাবুদ্দিন (৭৫) ও তার ছেলে তালহা (৩৫)।

গ্রেফতার অভিযানে নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর জানান, আবুল হাসনাত নামের এক ব্যক্তি বাদী হয়ে জাল- জালিয়াতি, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে হাজী সাহাবুদ্দিন ও তার ছেলে তালহার বিরুদ্ধে আদালতকে লিখিত ভাবে অবগত করে। পরে আদালত বাদীর লিখিত অভিযোগটি আমলে নিয়ে ফতুল্লা মডেল থানাকে মামলা হিসেবে গ্রহণ করার নির্দেশ প্রদানসহ আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

তিনি আরও জানান, আদালতের নির্দেশে তা মামলা হিসেবে গ্রহণ করে শনিবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলীগঞ্জস্থ হাজী সাহাবুদ্দিনের বাড়ীতে অভিযান চালিয়ে পিতা-পুত্রকে গ্রেফতার করা হয়। তাদেরকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়