২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:০৯, ৬ মার্চ ২০২১

ফুটপাতে বসার দাবিতে হকারদের লাগাতার বিক্ষোভ

ফুটপাতে বসার দাবিতে হকারদের লাগাতার বিক্ষোভ

প্রেস নারায়ণগঞ্জ: বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে বসে নির্বিঘ্নে ব্যবসা করার দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হকাররা। শনিবার (৬ মার্চ) বিকেলে রাস্তায় নেমে আসে হকাররা। মিছিল নিয়ে চাষাঢ়া থেকে দুই নম্বর রেল গেইট পর্যন্ত ঘুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে জড়ো হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা হকার্স সংগ্রাম পরিষদের আহ্বায়ক আসাদুল ইসলাম আসাদ, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি আব্দুল হাই শরীফ, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, শ্রমিক জাগরণ মঞ্চের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক প্রমুখ।

বক্তারা বলেন, ‘আমরা হকাররা দীর্ঘদিন যাবৎ আমাদের ভাত-কাপড়ের অধিকারের জন্য লড়াই করে আসছি। আমরা কোনো বেআইনি কাজ করছি না। হকারদের পেটে লাথি মারবেন না। তাদের কাজে দেন ও পুনর্বাসন করে দেন তা না হলে রাজপথে লড়াই সংগ্রাম চলতেই থাকবে। যেখানে জাতিসংঘ হকারদের বৈধতা দিচ্ছে সেখানে আমাদের দেশে কিছু লোকেরা বলছে, আমরা নাকি অবৈধ হকার। আমরা কাজের মাধ্যমে বেকারত্ব অবসানের জন্যও কাজ করছি। তবু তারা আমাদের অবৈধ বলে উচ্ছেদের পায়তারা করছে।’

দাবি আদায় ছাড়া রাজপথ ছাড়বেন না জানিয়ে হকার নেতারা বলেন, ‘আমাদের দাবি আদায় ছাড়া আমরা রাজপথ ছাড়ছি না। আলোচনার ভিত্তিতে একটি সমাধানে আসুন। আপনারা তা না করে হকারদের গলা টিপে যাচ্ছেন। পুলিশকে যারা আমাদের প্রতিপক্ষ বানাচ্ছেন আমাদের সংগ্রাম তাদের বিরুদ্ধে। প্রয়োজন হলে আমরা একসাথে কারাগারে যাবো।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়