১৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৬:২৯, ১৪ জানুয়ারি ২০২১

ফুডল্যান্ডে মেয়াদহীন পণ্য, জরিমানা ৮০ হাজার

ফুডল্যান্ডে মেয়াদহীন পণ্য, জরিমানা ৮০ হাজার

প্রেস নারায়ণগঞ্জ: অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন ও মেয়াদ না থাকায় ফতুল্লায় ফুডল্যান্ডকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সদর উপজেলা ফতুল্লার শান্তিধারা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সেলিমুজ্জামান জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ফতুল্লা শান্তিধারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফুডল্যান্ড প্রতিষ্ঠানে দেখা যায়, তারা অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করে এবং তাদের পণ্যে উৎপাদন তারিখ ও মেয়াদ নেই। এ সকল অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারা অনুযায়ী ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়