২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ১৯:৩৮, ২১ আগস্ট ২০২২

আপডেট: ১৯:৪০, ২১ আগস্ট ২০২২

বকেয়া পরিশোধের দাবিতে বিআইএমটি কর্মচারীদের বিক্ষোভ

বকেয়া পরিশোধের দাবিতে বিআইএমটি কর্মচারীদের বিক্ষোভ

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে তিনমাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে দৈনিক মজুরিভিত্তিক কাজে নিয়োজিত বিভিন্ন শাখায় কর্মরত ২৩ জন কর্মচারী। রোববার (২১ আগষ্ট) দুপুর ১টায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষের কক্ষের সামনে তারা বিক্ষোভ করেন।

বিক্ষোভরত কর্মচারীরা জানান, আমরা দীর্ঘ তিন মাস ধরে কোন বেতন পাচ্ছি না। কেন বেতন পাচ্ছি না মেরিন টেকনোলজির অধ্যক্ষ এর কোন সুনির্দিষ্ট উত্তর দিচ্ছে না আমাদের। বেতন না পেয়ে বর্তমানে আমরা পরিবার পরিজন নিয়ে মারাত্মক অসুবিধার মধ্যে আছি।

এ ব্যাপারে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী আকরাম আলী জানান, বিক্ষোভরত কর্মচারীরা আমাদের অফিসিয়াল কোন স্টাফ না। তারা দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী। এখানে অনেকে বহু বছর ধরে আমাদের প্রতিষ্ঠানে কাজ করে আসছে। দৈনিক মুজরিভিত্তিক কর্মচারীদের বকেয়া বেতনের বিষয়টি আমি আমার ডিজি স্যারকে অবগত করেছি। আশা করি অচিরেই তাদের প্রাপ্য বকেয়া বেতন তাদের হাতে তুলে দেওয়া হবে।

বিক্ষোভকালে ওই সময় উপস্থিত ছিলেন কম্পিউটার অপারেটর মাহমুদা আক্তার, ফৌজিয়া খাতুন, মর্জিনা আক্তার স্মৃতি, কর্মচারী রিফাত হোসেন, ইমন হোসেন, মোজাম্মেল হক, মঞ্জুরুল মিয়া প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়