২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:০৩, ৩ ফেব্রুয়ারি ২০২০

বঙ্গবন্ধু ফুটবলের ফাইনালে কুমিল্লার কাছে হারলো নারায়ণগঞ্জ

বঙ্গবন্ধু ফুটবলের ফাইনালে কুমিল্লার কাছে হারলো নারায়ণগঞ্জ

প্রেস নারায়ণগঞ্জ: ‘বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২০’ এর হোম এন্ড এওয়ের কাপ পর্বের ফাইনাল রাউন্ডের দ্বিতীয় মোকাবেলায় স্বাগতিক নারায়ণগঞ্জ হেরেছে কুমিল্লার কাছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ওসমানী পৌর স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির জানান, নারায়ণগঞ্জ জেলাকে চ্যাম্পিয়ন হতে হলে ২-০ গোলে জয় পেতে হতো। খেলার এই আইনের গ্যারাকলে পড়ে খেলার আগেই মানসিকভাবে ভেঙ্গে পড়ে নারায়ণগঞ্জ দল। তারা ম্যাচ ২-১ গোলে জিতলেও চ্যাম্পিয়ন হবে কুমিল্লা! সব ভুলে মাঠে নেমেও নারায়ণগঞ্জ গোল করার সুযোগ নষ্ট করেছে কমপক্ষে ৪টি। মিঠুন, রাজন, তপু সুযোগ পেয়েও গোলের দেখা পায়নি।

বিপরীতে কুমিল্লা শুরুতে নিজেদের রক্ষণভাগের খেলোয়াড়ের সংখ্যা বাড়িয়ে খেলছিল। ফলও তাদের দিকেই যাচ্ছিল। খেলার সময় যত শেষের দিকে ততই বেড়েছিল নারায়ণগঞ্জের আক্রমণের ধার। খেলার ৭৯ মিনিটে গোল পায় স্বাগতিক নারায়ণগঞ্জ। অধিনায়ক মিঠুন বল ধরে আগুয়ান কিপারকে পরাভূত করেন ১-০। আনন্দে ফেটে পড়ে গ্যালারীতে উপস্থিত হাজারো দর্শক। আক্রমনের তীব্রতা বাড়ালেও গোল বাড়াতে পারেনি নারায়ণগঞ্জ।

১-০ গোলে ম্যাচ জিতলেও কুমিল্লার মাঠে তারা ০-১ গোলে হেরে যাওয়ায় ফলাফলের জন্য ম্যাচ রেফারী জালাল উদ্দিন টাইব্রেকারে নিয়ে যান খেলাটি। উত্তেজনা তখন তুঙ্গে। তবে নিজেদের মাঠে সমর্থনপুষ্ট নারায়ণগঞ্জ পারলো না কুমিল্লাকে হারাতে।

নারায়ণগঞ্জের অধিনায়ক মিঠুনের শর্ট ঠেকিয়ে দেন কুমিল্লার গোলকিপার। এগিয়ে থাকে তারা। শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ হার মানে ৫-৪ গোলে। কুমিল্লা চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ গেমসে খেলার সুযোগ পেল। অন্যদিকে নারায়ণগঞ্জ তাদের যাত্রা বিরতি করে নিল এ ম্যাচেই।

খেলা শেষে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি তানভীর আহমেদ টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী কুমিল্লা ও বিজিত নারায়ণগঞ্জকে ট্রফি ও মেডেল তুলে দেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কেইউ আকসির ও এজডএম উসমাইল বাবুল, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম চেঙ্গিস, জেলা ফুটবল এসোসিয়েশনের সহসভাপতি শহীদ হোসেন স্বপন, কোষাধ্যক্ষ মো. রবিউল হোসেন, কার্যকরী সদস্য মোস্তফা কাওছার, মো. জসিম উদ্দিন, মেহেবুবুল হক তালুকদার টগর, সাধারণ সম্পাদক খোরশেদ আলম নাসির, ক্রীড়া সংস্থার সদস্য জাহাঙ্গীর আলম, আতাউর রহমান মিলন, মাহবুব হোসেন বিজন প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়