২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ১৯:৩৮, ৯ আগস্ট ২০২২

আপডেট: ১৯:৪১, ৯ আগস্ট ২০২২

বঙ্গবন্ধুর জন্ম নাহলে এদেশ স্বাধীন হতো না: মন্ত্রী গাজী

বঙ্গবন্ধুর জন্ম নাহলে এদেশ স্বাধীন হতো না: মন্ত্রী গাজী

প্রেস নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম নাহলে এখনো বাংলাদেশ স্বাধীন হতো না। পাকিস্তানি শাসকগোষ্ঠীর নির্যাতন, নিপীড়ন আমাদের সহ্য করতে হতো। পরাধীনের শিকলবন্দী হয়ে থাকতে হতো। বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলেই স্বাধীনতা অর্জন করেছি। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন হচ্ছে ।

মঙ্গলবার (৯ আগষ্ট) রূপগঞ্জের তারাবো পৌরসভার বরপা হাজী নুর উদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় তিনি এ কথা বলেন।

এ সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌরসভা ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শীলা রাণী পাল, তারাবো পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জল হোসেন ভুঁইয়া প্রমুখ।

পরে বিশেষ মোনাজাত শেষে সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়