২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৮:০৪, ১১ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৮:০৭, ১১ সেপ্টেম্বর ২০২১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট

প্রেস নারায়ণগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মিশাল ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ণগঞ্জে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টায় নগরীর খানপুর পোলষ্টার ক্লাব মাঠে টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহমেদ টিটু। পোলষ্টার ক্লাবের সভাপতি মো. আলমগীর কবির বকুলের সভাপতিত্ব ও পারভেজের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. শামসুজ্জামান ভাষানী, পোলষ্টার ক্লাবের সাবেক সভাপতি মো. শামসুল হক, সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান, খানপুর ব্রাঞ্চ রোড পঞ্চায়েত পরিষদের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির পোকন।

মো. নাঈম হোসেন মিশালের সার্বিক তত্বাবধানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মো. জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসলাম, খানপুর ব্রাঞ্চ রোড জামে মসজিদের সভাপতি হানিফ কবির বাবুল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন সরদার, ১২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সেলিম খান, পোলষ্টার ক্লাবের সহ সভাপতি নূর উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল হাসান রিয়েল, ব্যবসায়ী ও সমাজসেবক মো. শাহীন, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লি. সহ ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ কাজল।

মিশাল ফাউন্ডেশনের সভাপতি নাঈম হোসেন মিশাল বলেন, `খেলাধুলা আমাদের মাদক থেকে দূরে রাখে। তাই প্রতিটি পরিবারের অভিভাবকদের প্রতি আমার ব্যক্তিগত অনুরোধ, আপনার সন্তানকে পড়াশুনার পাশাপাশি খেলাধুলা করার সুযোগ করে দিন।`

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু বলেন, `অনুষ্ঠানের পৃষ্ঠপোষকসহ যারা আয়োজনে আছেন তাদের অনেকেই আমার কাছে দাবি-দাওয়া রেখেছেন। আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি সর্বাত্মক চেষ্টা করবো আপনাদের পাশে থাকার। অতীতেও আমি আপনাদের সাথে ছিলাম, এখনও আছি, ইনশাআল্লাহ আগামীতেও থাকবো। এলাকাবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি। অনেকেই হয়তো বিরক্ত হচ্ছেন এতো রাতে অনুষ্ঠান হওয়াতে। সত্যিকার অর্থে খেলার কিছু নিয়ম কানুন থাকে। ফাইনাল ম্যাচ হয়েছে, তারপর অনুষ্ঠান। তার উপর আজ বাংলাদেশের খেলা ছিল। সবমিলিয়ে একটু দেড়ি হয়ে গেছে। তারপরেও বিষয়টা যেহুতু খেলাধূলার সেহুতু একটু সেক্রিফাইস করা যায়। কারণ খেলাধুলা মনোবল শক্ত রাখে, সমাজকে মাদকের ভয়াবহ অভিশাপ থেকে রক্ষা করে।`

এর আগে, টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ক্রিকবাজ টিমকে ১৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভেনম লিজেন্ডস। অনুষ্ঠান শেষে ক্রিকবাজ টিমকে রানার্স আপ ট্রফি ও আট হাজার টাকা, একই সাথে চ্যাম্পিয়ন টিমকে চ্যাম্পিয়ন ট্রাফির সাথে ১৫ হাজার টাকা তুলে দেয়া হয়।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়