২৮ মার্চ ২০২৪

প্রকাশিত: ১৬:৪৯, ২৩ জানুয়ারি ২০২২

আপডেট: ১৩:১৭, ২৪ জানুয়ারি ২০২২

বনভোজনগামী বাসের চালক-যাত্রীদের পিটুনিতে যুবক নিহত, গ্রেফতার ৩

বনভোজনগামী বাসের চালক-যাত্রীদের পিটুনিতে যুবক নিহত, গ্রেফতার ৩

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বনভোজনগামী একটি বাসের চালক, হেলপার ও যাত্রীদের পিটুনিতে যুবকের মৃত্যুর ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার দুপুরে এ তথ্য জানায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ৷

পুলিশ জানায়, ওই ঘটনায় মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কলমা এলাকার শাহজাহান মালদের ছেলে মো. সবুজ (২১), পটুয়াখালী জেলার কলাপাড়ার রহমতপুর এলাকার মো. কামালের ছেলে মো. শাকিল (২৬) এবং শরীয়তপুর জেলার সখীপুরের চরপাড়া এলাকার সিদ্দিক হাওলাদারের ছেলে মো. জাহিদুল ইসলামকে (২৫) গ্রেফতার করা হয়েছে৷ তারা তিনজনই ওই বাসের যাত্রী ছিলেন বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান৷

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) নাজমুল হাসান বলেন, শনিবার রাতে গুলিস্তান সিটি প্লাজা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার তিনজনকে ৭ দিন করে পুলিশ রিমান্ডের আবেদন করে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে তুচ্ছ ঘটনায় ১৯ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় পিডিকে পেট্রোল পাম্পের সামনে আবু সুফিয়ানকে পিটিয়ে হত্যা করে বনভোজনগামী একটি বাসের চালক, হেলপারসহ যাত্রীরা। এ ঘটনার পরদিন ২০ জানুয়ারি নিহত সুফিয়ানের চাচা জজ মিয়া বাদী হয়ে বাসটির চালক, হেলপার ও যাত্রীসহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৩৭।

নিহত আবু সুফিয়ান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার মৃত আহাম্মদ আলীর ছেলে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়