২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:২০, ২৪ মে ২০২২

আপডেট: ২১:২০, ২৪ মে ২০২২

বন্দরকে কারা অশান্ত করছে চিনি: ওসি

বন্দরকে কারা অশান্ত করছে চিনি: ওসি

প্রেস নারায়ণগঞ্জ: বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেছেন, ‘বর্তমানে কিশোর অপরাধ ভয়াবহ রূপ ধারণ করেছে। সমাজে বিভিন্ন ধরনের অপরাধ প্রক্রিয়া চালানোর জন্য মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করার জন্য, এমনকি এলাকায় ত্রাস সৃষ্টি করার জন্য কিশোর গ্যাং নামে একটি বাহিনী গড়ে তোলার চেষ্টা চলছে। কারা বন্দরকে অশান্ত করছে এদেরকে আপনারাও চিনেন আমরাও চিনি। আজকে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের আমি হুঁশিয়ার করতে চাই, আপনারা এই শিশু বাচ্চাদের তথা যাদের বয়স ১৩ থেকে ১৯ তাদের হাতে মাদক ও ধারালো অস্ত্র তুলে না দিয়ে তাদেরকে অপরাধের পথে পরিচালিত না করে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ দিন। না হলে কিন্তু আমরা কোন ছাড় দিবো না।’

মঙ্গলবার (২৪ মে) বন্দর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমরা আজকে এ অনুষ্ঠানের মাধ্যমে হুঁশিয়ার করে দিতে চাই। পাশাপাশি গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য। সাংবাদিক ভাইদের বলবো কোন ঘটনা ঘটলেই আপনারা রিপোর্ট করেন কিন্তু সামাজিক অবক্ষয় রোধে সংশোধনীমূলক নিউজ করেন না। আমি আপনাদের অনুরোধ করছি আপনারা সামাজিক আন্দোলন গড়ে তুলার পরিবেশ তৈরী করতে অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদেও বক্তব্য নিয়ে সচেতনতামূলক প্রতিবেদন তৈরি করুন।’

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন। বন্দর থানার সেকেন্ড অফিসার আবুল খায়েরের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, নাসিক ২১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর হান্নান সরকার, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার প্রধান, জাপা নেতা বাচ্চু মিয়া প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়