১৮ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২২:৩৫, ১৮ অক্টোবর ২০২১

আপডেট: ২২:৩৯, ১৮ অক্টোবর ২০২১

বন্দরে অবৈধ দখলে কল্যান্দী খাল

বন্দরে অবৈধ দখলে কল্যান্দী খাল

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দীর খালটি অবৈধ দখলে চলে গেছে। অবৈধ দখলকারীরা প্রকাশ সমাজ কল্যান সংস্থার অফিস, দোকানপাট, মার্কেট তৈরি করেছে খালটির উপরে। এ বিষয়ে নির্বিকার স্থানীয় প্রশাসন।

সোমবার (১৮ অক্টোবর) সরজমিনে গিয়ে দেখা যায়, কল্যান্দীর সরকারি খালটি অবৈধ দখল করে অফিস ও দোকান নির্মাণ করা হয়েছে। স্থানীয়রা জানায়, বন্দরের কল্যান্দীর সরকারি খালটি অবৈধ দখলে করে প্রকাশ সমাজ কল্যান সংস্থার অফিস নির্মাণ করছেন শরিফ হোসেন ও মার্কেট নির্মাণ করছেন মফিজুল মিয়া। তাদের এই অবৈধ দখলের কারণে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে বলে শঙ্কা স্থানীয়দের।

তারা বলছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাল, বিল, নদী, নালা দখল মুক্ত করতে বার বার ঘোষণা দিয়ে আসছে। সেই সময় এরা কি করে খাল দখলের কাজ প্রকাশ্যে করছে? প্রশাসন তা দেখেও নিশ্চুপ। আমরা এই অবৈধ দখলের উচ্ছেদের দাবি জানাই।’

এ ব্যাপারে প্রকাশ সমাজ কলান সংস্থার সভাপতি শরিফ হোসেনের সাথে কথা বলার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। এ ব্যপারে বন্দর উপজেলা নির্বাহী অফিসার বি এম কুদরত এ খুদা বলেন, ‘আমার কাছে খাল দখলের সংবাদ আসছে। আমি কালকেই অবৈধ দখলকারীদের উচ্ছেদের অভিযান চালিয়ে উচ্ছেদ করবো।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়