২৪ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:৪১, ৯ অক্টোবর ২০২১

আপডেট: ২১:৪১, ৯ অক্টোবর ২০২১

বন্দরে অভিযান চালিয়ে কারেন্টজাল ও মা ইলিশ জব্দ

বন্দরে অভিযান চালিয়ে কারেন্টজাল ও মা ইলিশ জব্দ
ফাইল ছবি

প্রেস নারায়ণগঞ্জ: বন্দরে মৎস কর্মকর্তা ও কলাগাছিয়া নৌ-পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার মিটার কারেন্টজাল ও ৮ কেজি মা ইলিশ জব্দ করেছে।

শনিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় বন্দর থানার শীতলক্ষা নদীর মহনায় অভিযান চালিয়ে কারেন্টজাল ও ইলিশ মাছ উদ্ধার করা হয়। পরে উপজেলা মৎস কর্মকর্তা উদ্ধারকৃত ইলিশ মাছগুলো স্থানীয় মাদ্রাসায় বিতরণ করেন।

এ ব্যাপারে কলাগাছিয়া নৌ-ফাঁড়ী ইনর্চাজ পুলিশ পরিদর্শক জহিরুল হক জানান, বন্দর উপজেলার মৎস অধিদপ্তর ও কলাগাছিয়া নৌ পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শীতলক্ষা নদীর মোহনায় যৌথ অভিযান চালায়। অভিযান কালে জেলেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ইলিশ মাছ ও কারেন্টজাল ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত মাছ স্থানীয় মাদ্রায় বিতরণ করা হয়।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়