২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ১৮:২৭, ১২ জুলাই ২০২১

আপডেট: ১৮:২৭, ১২ জুলাই ২০২১

বন্দরে আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে ডিসি

বন্দরে আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে ডিসি

প্রেস নারায়ণগঞ্জ: বন্দরে আশ্রয়ন প্রকল্পের অধীনে নির্মিত ঘরগুলো নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। সোমবার (১২ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার লক্ষণখোলা পৌরসভার মাঠ এলাকায় অবস্থিত এই আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন।

এসময় তিনি কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের সুবিধা অসুবিধার বিষয়ে সার্বিক খোঁজ নেন। ঘরে কোন অসুবিধা হচ্ছে কিনা তা জানতে চান। যদি কোন অসুবিধা হয় তা দ্রুত ইউএনওকে জানানোর পরামর্শ দেন।

পরিদর্শন শেষে মোস্তাইন বিল্লাহ বলেন, পুরো জেলায় আমাদের আশ্রয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। সেই ধারাবাহিকতায় বন্দরের লক্ষণখোলা এলাকায় ৩১টি ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। বাকিগুলো দ্রুতই তৈরী করা হবে। পরিদর্শন করে আমরা স্থাপনা কেন্দ্রিক কোন সমস্যা দেখতে পাইনি। তবে এর বাইরের কিছু কাজ বাকি থাকায় সেগুলো দ্রুত সমাধানের তাগিদ দেয়া হয়েছে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়