১৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ২২:২৩, ১২ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ২২:২৪, ১২ সেপ্টেম্বর ২০২১

বন্দরে ইটভাটা মালিক হত্যা মামলায় আরেকজন গ্রেপ্তার

বন্দরে ইটভাটা মালিক হত্যা মামলায় আরেকজন গ্রেপ্তার

প্রেস নারায়ণগঞ্জ: বন্দর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ইটভাটার মালিক মোতালিব হোসেন(৫০) হত্যার ঘটনায় সজিব (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃত সজিব উক্ত ঘটনায় দায়েরকৃত মামলার ৩ নম্বর আসামী।

শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর যাত্রাবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সজিব বন্দর উপজেলার মিনারবাড়ি এলাকার সেলিম মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘শনিবার রাতে যাত্রাবাড়ি থেকে মামলার ৩ নম্বর আসামী সজিবকে গ্রেপ্তার করা হয়েছে।’ জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের শাসনেরবাগ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ইটভাটা মালিক মোতালিবকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনা নিহতের স্ত্রী মাকছুদা (৪৫) বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পূর্বেই ফজল করিম নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়