১৯ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২২:২৪, ১৯ সেপ্টেম্বর ২০২০

বন্দরে জনরোষের শিকার জাতীয় দলের ক্রিকেটার শহীদ, উদ্ধারে পুলিশ

বন্দরে জনরোষের শিকার জাতীয় দলের ক্রিকেটার শহীদ, উদ্ধারে পুলিশ

প্রেস নারায়ণগঞ্জ: বন্দরে জমি সংক্রান্ত বিরোধের মিমাংসা করতে গিয়ে জনরোষের মুখে পড়েছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ শহীদ হোসেন৷ হাতাহাতির এক পর্যায়ে পুলিশ উপস্থিত হয়৷ পরে স্থানীয় পঞ্চায়তের উপস্থিতিতে বিষয়টি মিমাংসা করা হয়৷

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বন্দরের ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ ছৈয়াল বাড়ি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে৷ এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করে দুই পক্ষ৷

স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ চলছিল জাতীয় দলের ক্রিকেটার শহীদ হোসেনের বাবা শাহা মিয়া ও তার চাচা আব্দুর রহিমদের মধ্যে৷ এ ঘটনার মিমাংসা করতে তল্লা নিবাসী মোহাম্মদ শহীদ বন্দরে যান৷ সেখানে প্রতিপক্ষের জনরোষের মুখে পড়েন তিনি৷ এক পর্যায়ে পুলিশ উপস্থিত হয়৷

এদিকে শহীদের চাচা আব্দুর রহিমের অভিযোগ, শহীদের বাবা শাহা মিয়া, ভাই তৌহিদ হোসেন ও রাসেলসহ আরও কয়েকজন তার বাড়িতে হামলা করে লুটপাট চালায়৷ এই হামলার আহত হন আব্দুর রহিম, তার ছেলে মাসুদ, কামরুন্নেসা ও মালা।

পরে এলাকাবাসী শহীদ ও তার পক্ষের লোকজনকে ধাওয়া করে। এ সময় মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ উপস্থিত হয়৷ পরে স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে বিষয়টি মিমাংসা করা হয়৷

এ বিষয়ে মদনগঞ্জ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আসগর আলী বলেন, দুই পক্ষের মধ্যে মারামারির আশঙ্কায় স্থানীয়রা খবর দিলে সেখানে উপস্থিত হয় পুলিশ৷ দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করে৷ পরে তাদের বাড়িতে বসে স্থানীয় পঞ্চায়েতের লোকজনের উপস্থিতিতে বিষয়টি মিমাংসা করা হয়৷ এ ঘটনায় কাউকে আটক করা হয়নি৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়