২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:২৩, ১২ মে ২০২২

আপডেট: ২০:২৪, ১২ মে ২০২২

বন্দরে তিনদিনে ১৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বন্দরে তিনদিনে ১৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে আরও তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কোম্পানি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরার নেতৃত্বে বৃহস্পতিবার (১২ মে) দুপুরে ধামগড় কুড়িপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলম জানান, বন্দরের কুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দুই কিলোমিটার এলাকাজুড়ে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় আড়াইশ’ ফুট পাইপ জব্দ করা হয়েছে।

এর আগে ১০ ও ১১ মে দুই দিনব্যাপী বন্দরের তিন এলাকায় অভিযান চালিয়ে ১২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়