২৪ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৯:৫৯, ১৪ মে ২০২২

আপডেট: ২০:০০, ১৪ মে ২০২২

বন্দরে বিদেশী পিস্তলসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

বন্দরে বিদেশী পিস্তলসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর থেকে বিদেশী পিস্তলসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ব়্যাব-১১৷ শুক্রবার (১৩ মে) দিবাগত রাতে বন্দরের একরামপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়৷

গ্রেফতার আসামিরা হলেন- বন্দর রেললাইন এলাকার জসিম উদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৭), নয়ানগরের মৃত নুরুল হকের ছেলে মো. মাসুদ (৩৭), কল্যান্দি এলাকার নিয়ামত আলীর ছেলে শেখ সোহান (২৪)৷

ব়্যাব জানায়, রাতে টহল চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের একরামপুর এলাকায় যায় ব়্যাব-১১ এর একটি দল৷ সেখানে র‌্যাবের টহল দল উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়৷ আসামিদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে৷

আসামিদের জিজ্ঞাসাবাদে দেয়া তথ্যের বরাতে ব়্যাব আরও জানায়, তারা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক ব্যবসা, চোরাকারবারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, চুক্তিভিত্তিক বিভিন্ন ধরনের অপকর্মসহ সন্ত্রাসী কার্যক্রম, বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং নিজেদের আধিপত্য বিস্তার করে আসছে। এছাড়াও তারা বিভিন্ন সময়ে এই পিস্তল ভাড়া হিসেবেও প্রদান করে থাকে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়