২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৯:৩৫, ১৬ অক্টোবর ২০২১

আপডেট: ১৯:৩৬, ১৬ অক্টোবর ২০২১

বন্দরে শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে: ইউএনও

বন্দরে শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে: ইউএনও

প্রেস নারায়ণগঞ্জ: বন্দর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বিএম কুদরতে খোদা বলেছেন, আমার বয়স কম হলেও আমি অনেক গুরুত্বর্পূণ স্থানে দায়িত্ব পালন করে এখানে যোগদান করেছি। বন্দর উপজেলা আমার কোন বাড়ী নাই বা আমার বংশের কারো বাড়ী ঘর নেই। এই বন্দরকে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে গড়ে তুলতে সকলের সহযোগিতা লাগবে। আমাকে দিয়ে আপনার অনেক কাজ করাতে পারবেন।

শনিবার (১৬ অক্টোবর) বন্দর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, বন্দরকে সুন্দরভাবে পরিচালনা করতে আমাকে ২৪ ঘন্টায় পাবেন। রাত ২ টায় হোক বা ৩ টায় হোক বা ৫টায় হোক আমি সব সময় প্রস্তুত থাকি জনগণকে সেবা দিতে। আমার যোগদানের পর অনেক প্রশাসনের লোকজন এসেছে তাদের বলেছি, বন্দর আপনাদের বাড়ী রয়েছে অবস্থান করছি। কোথায় কিভাবে দায়িত্ব পালন করতে হবে আমাকে জানান, আমি সব সময় প্রস্তুত। আসন্ন বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে শতভাগ সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য ইউপি নির্বাচন।

এসময় বন্দর প্রেসক্লাবের সভাপতি শাহ আলী খান পিন্টু সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন, মহানগর যুবলীগ নেতা কাজী জহির, বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি কবির হোসেন, নুরুজ্জামান মোল্লা, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক (২) আরিফ হুসাইন কনক, অর্থ সম্পাদক মেহেদী হাসান সজীব, সাংগঠনিক সম্পাদক জি এম সুমন, প্রচার সম্পাদক শাহ জামাল, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, নির্বাহী সদস্য শহীদুজ্জামান ফিরোজ, মোবারক হোসেন কমল খান, আতাউর রহমান, সরদার মোঃ আলীম, মাহফুজ আলম জাহিদ, নাসির উদ্দিন, জি এম মজনু, দীপু, হৃদয়, মেহেব হোসেন প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়