২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২৩:১৩, ২৬ মে ২০২৩

আপডেট: ২৩:১৪, ২৬ মে ২০২৩

বন্দরে সংঘর্ষে যুবক খুন, আটক ৪

বন্দরে সংঘর্ষে যুবক খুন, আটক ৪

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে মো. রোমান ওরফে ক্যাপ রোমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে৷ শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ৷

পুলিশ জানায়, ৩৬ বছর বয়সী রোমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর অঞ্চলের ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ ছৈয়ালবাড়ি ঘাট এলাকার আদু মিয়ার ছেলে৷ সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায় রোমান৷

এ ঘটনায় চারজনকে আটকের কথা জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক৷ তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে৷

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, পোড়া তেলের ব্যবসাকে নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মো. অনিক ও তার সহযোগীদের সাথে দ্বন্দ্ব ছিল রোমান বাহিনীর৷ এর আগেও দুই বাহিনীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে৷ গত বৃহস্পতিবার অনিকের সহযোগী চারজনকে মারধর করে তাদের মোবাইল রেখে দেয় রোমান ও তার লোকজন৷ এ নিয়ে শুক্রবার অনিক ও তার লোকজন রোমান বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় বলে জানিয়েছে পুলিশ৷

সংঘর্ষে সময় রোমানকে কুপিয়ে রাস্তায় ফেলে রাখা হয়৷ স্থানীয় লোকজন রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ তার মরদেহ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে বলেও জানান ওসি আবু বকর৷

তিনি আরও বলেন, নিহত রোমান ও অভিযুক্ত অনিক উভয়ের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে৷ দু’পক্ষই স্থানীয়ভাবে আধিপত্য ধরে রাখতে চায়৷ এ নিয়েই তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে৷ পুলিশ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনবে৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়