২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:৩৮, ২৭ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৩:৫০, ২৮ জানুয়ারি ২০২৩

বন্দরে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন, অপেক্ষায় প্রত্যাশীরা

বন্দরে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন, অপেক্ষায় প্রত্যাশীরা

প্রেস নারায়ণগঞ্জ: রাত পোহালেই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বন্দর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন। আগামীকাল শনিবার (২৮ জানুয়ারি) বন্দর ঐতিহাসিক সমরক্ষেত্র মাঠে অনুষ্ঠিত হবে বন্দর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

বন্দর উপজেলা আওয়াামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সমগ্র উপজেলাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামীকালের সম্মেলনে কারা যাচ্ছেন আগামী ৩ বছরের জন্য বন্দর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে৷

সম্মেলনকে ঘিরে বন্দর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের তৃণমূল নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডে ছেয়ে গেছে পুরো বন্দর। বন্দর বাসষ্ট্যান্ডের অদূরে ঐতিহাসিক সমরক্ষেত্র মাঠ অভিমুখী সম্মেলনস্থল সড়কের বিশেষ বিশেষ স্থানে চোখে পড়ছে কেন্দ্রীয় নেতাদের আগমনে পদ প্রত্যাশী নেতাদের শুভেচ্ছা তোরণ। পাশাপাশি সড়কের দু’ধারে শোভা পাচ্ছে পদ প্রত্যাশী নেতাদের পোষ্টার, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড। পুরো বন্দরেই যেন চলছে সাজ-সাজ রব।

স্বেচ্ছাসেবক লীগ বন্দর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদ প্রত্যাশীরা হলেন- বন্দর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল কবির, একই পদের জন্য লড়বেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলী৷

এছাড়া সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিপন প্রধান, একই পদের জন্য লড়বেন হাসানুজ্জামান।

ফয়সাল কবির বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু আদর্শ ধারণ করে রাজনীতির পথ বেয়ে ছাত্র আন্দোলনসহ বিভিন্ন চড়াই উৎড়াই পেরিয়ে এ পর্যায়ে এসেছন। দলীয় আন্দোলন-সংগ্রামে মিছিল-মিটিংয়ে সরব ভূমিকা রেখেছি।’

অপরদিকে একই পদে সভাপতি প্রার্থী আব্দুল আলী তিনিও মনোনীত হলে দলকে ঢেলে সাজাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন৷

সাধারণ সম্পাদক প্রার্থী সিপন প্রধান জানান, তিনি দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন৷ বিএনপি-জামাত শাসনামলে তিনি হামলা মামলার শিকার হয়েছেন। বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে বেশ কিছুদিন ধরে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা সাধারণ সম্পাদক প্রার্থী। তিনি মনোনীত হলে দলকে আরো সংগঠিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন৷

অপরদিকে একই পদে সাধারণ সম্পাদক প্রার্থী হাসানুজ্জামান পেশায় একজন চাকরিজীবী। একটি প্রাইভেট ফার্মে প্রকৌশলী হিসেবে চাকরি করছেন। আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছেন মদনপুরে এক রাজনৈতিক নেতার হাত ধরে৷

এদিকে বন্দরের তৃণমূল কর্মীদের দাবি, বঙ্গবন্ধুর মতাদর্শে বিশ্বাসী, যোগ্য, সৎ, ত্যাগী ও দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল, মূলধারার আওয়ামী লীগের নিবেদিত প্রাণ এবং অকুতোভয় সৈনিকরাই যাতে আগামী ৩ বছরের জন্য বন্দর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দায়িত্ব পায়৷ আগামীকালের সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাকেই মনোনীত করবেন তার প্রতি আকুন্ঠ সমর্থন থাকবে তাদের৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়