২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:১৭, ২৪ অক্টোবর ২০২০

আপডেট: ২১:২০, ২৪ অক্টোবর ২০২০

বাচ্চারা ‘কিশোর গ্যাং’ এ জড়াচ্ছে, অভিভাবকদের নজর দিতে হবে: ডিসি

বাচ্চারা ‘কিশোর গ্যাং’ এ জড়াচ্ছে, অভিভাবকদের নজর দিতে হবে: ডিসি

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেছেন, ‘ নিজেদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। আমাদের সাথে আমাদের পরিবারের নিরাপত্তার দিকে লক্ষ্য রাখতে হবে। এলাকায় ছোট ছোট বাচ্চারা কিশোর গ্যাং কালচারে জড়িয়ে পড়ছে। আপনার-আমার সন্তানরাই মাদকাসক্ত হয়। তারা মাদকাসক্ত হয়ে কিশোর গ্যাং এ জড়িয়ে পড়ে। এ থেকে পরিত্রাণের জন্য অভিভাবকদের নজর দিতে হবে।’

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরের সাবদী দিঘলদী এলাকায় অবস্থিত রক্ষাকালী মন্দির ও লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে গরীব মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত সকলকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে স্বাস্থ্যসুরক্ষার প্রতি নজর দেওয়ার আহ্বান জানান মো. জসিম উদ্দিন। তিনি বলেন, এবারের পূজাটা একটু ব্যতিক্রম। করোনা মোকাবেলা করেই এবারের পূজার সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। করোনারূপী দুর্গতি নাশ করতে হবে।

ডিসি আরও বলেন, ‘আরেকটা দুর্গতি বা সমস্যা আমাদের সমাজে লেগেই আছে। সেটা হলো, আমাদের মা-বোনেরা নিরাপদ নয়। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী অনেক কঠোর ভূমিকায় আছেন। আমাদের সকলের মিলেমিশে থাকাটা এ ক্ষেত্রে কার্যকর করতে হবে।’

বৃহ্মপুত্র নদ সংস্কার ও ঘাট স্থাপনের বিষয়ে জোর দিয়ে ডিসি বলেন, ‘ব্রহ্মপুত্র নদে ঘাটটি অবশ্যই প্রয়োজন আছে। যেহেতু আপনাদের বারো মাস পূজা থাকে। ঘাট করে দিলে নদীর জন্যও ভালো হবে। তা না হলে এই নদী দখল করে ফেলবে। এই ব্রহ্মপুত্র অনেক আগ থেকে আমাদের শ্রদ্ধার নদী।’

প্রয়াত পিতা শান্তি রঞ্জন সাহা ও মাতা অমিয় বালার স্মরণে বস্ত্র বিতরণের আয়োজন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার, সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরিন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন, মহানগর কমিটির সভাপতি অরুন দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা, মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আতিকুজ্জামান সোহেল, দপ্তর সম্পাদক অ্যাড. বিদ্যুৎ কুমার সাহা, মহানগর আওয়ামী লীগের ১৫ নম্বর ওয়ার্ডের নেতা সুজিত সরকার, ২০ নম্বর ওয়ার্ডের আসাদুজ্জামান খোকন, ২১ নম্বর ওয়ার্ডের নেতা মনিরুজ্জামান খোকন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম কাশেম, আওয়ামী লীগ নেতা মাহমুদুল হাসান জুয়েল প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়