২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:৫৬, ২ নভেম্বর ২০২২

আপডেট: ২১:৫৬, ২ নভেম্বর ২০২২

বাবুরাইল খাল-রাসেল পার্ক পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল

বাবুরাইল খাল-রাসেল পার্ক পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল

প্রেস নারায়ণগঞ্জ: বিশ্ব ব্যাংকের অর্থায়নে মিউনিসিপ্যাল গভার্নেন্স এন্ড সার্ভিসেস প্রকল্পের (এমজিএসপি) আওতায় বাস্তবায়িত পাইকপাড়া অংশসহ বাবুরাইল খাল পরিদর্শন করেছেন বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল। এছাড়া শেখ রাসেল পার্ক, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউন, আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনও পরিদর্শন করেন তারা৷ বুধবার (২ নভেম্বর) দুপুরে তারা এসব স্থান পরিদর্শন করেন৷

পরিদর্শনকালে এমজিএসপি এর প্রকল্প পরিচালকসহ বিশ্ব ব্যাংকের রিজিওনাল ডিরেক্টর জন রোমেসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে তারা নগরভবনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আজগর হোসেন, সহকারী প্রকৌশলী এ এস এম মশিউর রহমান এবং পিএ টু মেয়র আবুল হোসেন৷

সাক্ষাতকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাস ও ঐতিহ্য, উন্নয়ন কর্মকাণ্ড, চ্যালেঞ্জসমূহ এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়