২৪ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:৩৭, ৩ মার্চ ২০২১

বিভিন্ন দাবিতে ছাত্র মৈত্রীর মানববন্ধন

বিভিন্ন দাবিতে ছাত্র মৈত্রীর মানববন্ধন

প্রেস নারায়ণগঞ্জ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া পরীক্ষা নেয়া, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র মৈত্রী জেলা শাখা। বুধবার (৩ মার্চ) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র মৈত্রী নারায়ণগঞ্জ জেলা সভাপতি জেসমিন আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সভাপতি হাফিজুল রহমান, জেলা ছাত্র মৈত্রী সাধারণত সম্পাদক এইচ এম আবদুল্লাহ(শাওন), সহ সভাপতি রায়হান শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউদ্দিন আহমেদ প্রাচীর, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক জয়িতা রহমান, সদস্য জাহিদুর ইসলাম, মেহেদি হাসান প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, `বন্ধ স্কুল -কলেজ হল সমূহ খুলে দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় স্থগিত হওয়া পরিক্ষাগুলো নিতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। ছাত্র, জনতা ন্যায্য দাবি সমূহ মেনে নিতে হবে নইতো দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।`

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়