২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:২০, ১১ অক্টোবর ২০১৯

আপডেট: ২৩:১২, ১১ অক্টোবর ২০১৯

বিশ্ব কারুশিল্প শহরের মর্যাদা পেলো সোনারগাঁ

বিশ্ব কারুশিল্প শহরের মর্যাদা পেলো সোনারগাঁ

প্রেস নারায়ণগঞ্জ: ইতিহাস ও ঐতিহ্য বহনকারী উপজেলা নারায়ণগঞ্জের সোনারগাঁ। জামদানি শিল্পের পীঠস্থান হিসেবে সোনারগাঁয়ের সুনাম ও কৃতিত্ব রয়েছে বিশ্বদরবারে। এবার বিশ্ব কারুশিল্প শহরের মর্যাদা দেওয়া হলো ঐতিহ্যবাহী এই উপজেলাকে। এই প্রথম বাংলাদেশের কোনো স্থান বিশ্ব কারুশিল্প শহরের মর্যাদা লাভ করলো।

জামদানি উৎসব আয়োজনের মূল অনুষঙ্গ হিসেবে বিশ্ব কারুশিল্প পরিষদের (ডব্লিউসিসি) কাছে সোনারগাঁকে কারুশিল্প শহরের মর্যাদা দিতে বাংলাদেশের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। বাংলাদেশ কারুশিল্প ফাউন্ডেশন ও জামদানি উৎসবের আয়োজক বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষ থেকে এ আবেদন করা হয়। অবশেষে মিলেছে সেই স্বীকৃতি। ঐতিহাসিক সোনারগাঁ উপজেলা বিশ্ব কারুশিল্প শহরের মর্যাদা পেয়েছে।

বেঙ্গল ফাউন্ডেশন জানায়, বাংলাদেশের পক্ষ থেকে আবেদনের পর গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ডব্লিউসিসির বিচারক দল সোনারগাঁ ঘুরে যান। এর পর জামদানি ও তাঁতশিল্পের জন্য সোনারগাঁকে বিশ্ব কারুশিল্প শহরের মর্যাদা দেওয়ার চিঠি তাদের হাতে এসে পৌঁছেছে। এর মধ্য দিয়ে এই প্রথম বাংলাদেশের কোনো স্থান বিশ্ব কারুশিল্প শহরের মর্যাদা লাভ করল। বাংলাদেশ সরকার ও স্থানীয় প্রশাসনের উদার সহযোগিতায় সোনারগাঁয়ের জন্য এই গৌরব বয়ে এনেছে। ফলে জামদানি শিল্পের পীঠস্থান হিসেবে সোনারগাঁয়ের সুনাম ও কৃতিত্ব বিশ্বদরবারে প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে উন্মোচিত হবে ক্রিয়েটিভ ট্যুরিজমের দ্বার। বিস্তৃত হবে স্থানীয় উদ্ভাবনী শক্তি, মেধা ও অভিজ্ঞতার পরিধি।

বেঙ্গল ফাউন্ডেশন আরও বলছে, সোনারগাঁওয়ের স্বীকৃতি জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা ও কৌশল বিনিময়ের ক্ষেত্র তৈরি করবে। একই সঙ্গে এটি ভারতের মহাবলিপুরম (পাথর খোদাই) ও জয়পুর (গহনা), চীনের ফুশিন (অ্যাগেট), থাইল্যান্ডের সাখন নাখন (ইন্ডিগোডাই), ডেনমার্কের বর্নহোম (সিরামিক), ইরানের কারপোরগান (মৃৎশিল্প) ও ইসফাহানসহ বিশ্বের অন্যান্য কারুশিল্প শহরের সঙ্গে সহযোগিতা, অংশীদারিত্ব ও বিনিময়ের অভিনব সুযোগ সৃষ্টি হবে।

এদিকে দারুণ এই স্বীকৃতির মধ্যেই ধানমন্ডির বেঙ্গল শিল্পালয় প্রদর্শনশালায় চলছে পাঁচ সপ্তাহব্যাপী ‘ঐতিহ্যের বিনির্মাণ’ শীর্ষক জামদানি উৎসব। জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই উৎসবের সমাপনী কাল শনিবার। এ দিন বিকাল ৫টায় জামদানি বয়ন শিল্পীদের সনদ প্রদান করা হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়