২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:৪৪, ২৮ নভেম্বর ২০২১

আপডেট: ২০:৪৪, ২৮ নভেম্বর ২০২১

ব্যালট পেপারে খালেদা জিয়ার মুক্তির দাবি

ব্যালট পেপারে খালেদা জিয়ার মুক্তির দাবি

প্রেস নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ের ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) নির্বাচন উপলক্ষে সকাল ৮টা থেকে ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। দলীয়ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ না করলেও ভোটকেন্দ্রে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতির প্রমাণ মিলেছে।

নির্বাচনে সাদিপুর ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে ব্যালট পেপারে ‘খালেদা জিয়ার মুক্তি চাই, সোনারগাঁ থানা ছাত্রদল’ সিল-সম্বলিত ব্যালট পেপারের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা যায়, ব্যালট পেপারটিতে তিনজন চেয়ারম্যান প্রার্থীর নাম রয়েছে। তারা হলেন- লাঙল প্রতীকের মো. আবুল হাসেম, নৌকা প্রতীকের মো. আব্দুর রশিদ মোল্লা ও হাতপাখা প্রতীকের মো. গোলাম মোস্তফা।

এ তিনজনই নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের প্রার্থী। ফলে সাদিপুর ইউনিয়নের যে কোনো একটি কেন্দ্রে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে সোনারগাঁ থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাফর আহমেদ তুষার বলেন, নেতাকর্মীরা বর্তমান ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির পক্ষে নীরব প্রতিবাদস্বরূপ ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে হয়তো ব্যালটে মুক্তির সিল মেরেছেন।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়