২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ২১:১৪, ১৫ মার্চ ২০২১

ব্রেক দ্য রুলস’র উদ্যোগে ফটোওয়াক

ব্রেক দ্য রুলস’র উদ্যোগে ফটোওয়াক

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ব্রেক দ্য রুলস’র উদ্যোগে ফটোগ্রাফারদের নিয়ে ফটোওয়াক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে ফটোওয়াক।

ফটোওয়াকে মেন্টর ছিলেন ফটোগ্রাফার তন্ময় দাস। ২১ জন ফটোগ্রাফার এই ফটোওয়াকে অংশগ্রহণ করে। সকালে নাস্তা শেষ করে সকল ফটোগ্রাফার মিলে যাত্রা শুরু করে। এসময় ঐতিহাসিক মাছের বাজার, ফলের বাজার, নদী ঘাট এবং ইট ভাটার ছবি তুলে সবাই। মাঝখানে প্রধান আকর্ষণ ছিলো সাপের খেলা। এই সময় নতুন ফটোগ্রাফারদের ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে সাহায্য করেন মেন্টর তন্ময় দাস।

এই ফটোওয়াক নিয়ে ব্রেক দ্য রুলসের এটি ৮ম ফটোওয়াক। ব্রেক দ্য রুলসের প্রতিষ্ঠাতা রাকিবুল আলম খান ও আশরাফুল আলম শোভন জানান, ব্রেক দ্য রুলসের প্রধান লক্ষ হল বাংলাদেশের সকল ফটোগ্রাফারদের এক সাথে করা এবং পিছিয়ে ফটোগ্রাফারদের সামনে এগিয়ে নিয়ে যাওয়া।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়