২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৭:৪৭, ২১ ফেব্রুয়ারি ২০২১

ভাষা শহীদদের সম্মানে নভেরা’র সাইকেল ব়্যালি

ভাষা শহীদদের সম্মানে নভেরা’র সাইকেল ব়্যালি

প্রেস নারায়ণগঞ্জ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে ভাষার প্রতি সম্মান ও সচেতনতাবোধ মূলক নানা স্লোগান লিখিত প্ল্যাকার্ড নিয়ে নারায়ণগঞ্জ শহরে সাইকেল র‍্যালি করেছে নারী সাইকেল আরোহীদের দল নভেরা।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকা থেকে মন্ডলপাড়া পর্যন্ত ব়্যালিতে অংশ নেয় তরুণীরা। এর আগে গতবছরও তারা এই দিনে শহরে সাইকেল র‍্যালি করেন। তবে এবার `নভেরা`র র‍্যালির বিশেষ আয়োজন ছিল প্রত্যেক সদস্যের শাড়ি পরে সাইক্লিং করা।

এ বিষয়ে `নভেরা`র উদ্যোক্তা ডা. ফারজানা হোসেন মৌসুমী বলেন, `শাড়ির সাথে নারীদের আবেগ ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। তাছাড়া অনেকরই ধারণা আমাদের দলের নারীরা সাইক্লিং করতে গিয়ে সংস্কৃতির প্রতি আকর্ষণ হারিয়ে ফেলেছে। ভাষা দিবসে আমাদের এই র‍্যালিতে আমরা শাড়ি আর সাইকেলের ভাষায় বলতে চেয়েছি যে, আমরা নারীরা সমস্ত ট্যাবু ভেঙে, সংস্কৃতিকে সঙ্গে নিয়ে সুন্দর সমাজের পক্ষে প্রতিবাদ করতে জানি।`

সংগঠক আফরীন আহমেদ হিয়া বলে, `ভাষার দিনে আমাদের এই র‍্যালি ছিল সাইকেলের ভাষায় নারী স্বাধীনতার প্রতীকীরূপ। আজও আমরা যখন রাস্তায় সাইকেল নিয়ে বের হই, তখন অজস্র কটু মন্তব্য, গালি, মৌখিক নিপীড়ন চলে মেয়েগুলোর উপর। সামাজিক মাধ্যমে নারী-পুরুষ নির্বিশেষে আক্রান্ত হয় বাজে মন্তব্যের দ্বারা।`

তিনি আরও বলেন, `ভাষা সংগ্রামীদের আত্মাত্যগের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের ভাষা হোক অপরকে সম্মানের তরে, শোষনের বিরুদ্ধে প্রতিবাদের তরে। ভাষা দিবসে এই আমাদের আহ্বান।`

প্রসঙ্গত, নানা সময় নারায়ণগঞ্জে `নভেরা`কে সাইকেলে সচেতনতামূলক প্ল্যাকার্ড বেঁধে র‍্যালি করতে দেখা যায়। কখনো নারী উন্নয়নের জন্য, কখনো নারীর প্রতি শারীরিক, মানসিক নির্যাতনের বিরুদ্ধে, কখনো বা পরিবেশের উন্নয়নে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়