২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:৫০, ২৮ ফেব্রুয়ারি ২০২১

মডেল মসজিদ প্রকল্প বাধাগ্রস্ত করতে মিথ্যাচার: আইভী

মডেল মসজিদ প্রকল্প বাধাগ্রস্ত করতে মিথ্যাচার: আইভী

প্রেস নারায়ণগঞ্জ: মুজিববর্ষে জনগণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্প বাধাগ্রস্ত করতেই ‘মিথ্যাচারের মাধ্যমে মামলা’ করা হয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তার বিরুদ্ধে করা মামলা ও সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেন।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি বিকেলে শহরের চাষাঢ়ায় সিটি মেয়রের বিরুদ্ধে ওয়াক্ফ সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে মন্ডলপাড়া জামে মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটির লোকজন। এর আগে একই অভিযোগে ২৩ ফেব্রুয়ারি আদালতে একটি মামলা করেছেন মসজিদের মোতাওয়াল্লি সাখাওয়াত উদ্দিন আহমেদ।

এই মামলার প্রেক্ষিতে জানতে চাইলে এক প্রতিক্রিয়ায় সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘ওয়াক্ফ করা ওই জমিতে সিটি কর্পোরেশন বা কারও ব্যক্তিগত কোনো স্থাপনা নির্মাণ করা হবে না। সেখানে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মডেল মসজিদ নির্মাণের কাজ চলছে। সিটি কর্পোরেশন তাতে সহযোগিতা করছে। কিন্তু স্থানীয় এক সাংসদের ইন্ধনে কতিপয় লোক মিথ্যাচারের মাধ্যমে মামলা করে এই কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা চলছে। ওই সাংসদ এর আগেও হিন্দু ও মুসলমানদের দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যাচার করিয়েছেন। তার ষড়যন্ত্র সফল হবে না কারণ সাধারণ জনগণ সত্য-মিথ্যার বিচার করতে জানে।’

তিনি আরও বলেন, ‘যে জমি দখল চেষ্টার মিথ্যা অভিযোগ তোলা হয়েছে সেই জমিতে একটি পুকুর আছে। ওই পুকুরের পাড়ও সিটি কর্পোরেশনের মাধ্যমে বাঁধাই করে দিয়েছি। এমনকি মডেল মসজিদের জন্য সিটি কর্পোরেশনের নিজস্ব জমিতে একটি তিনতলা ভবনও ছেড়ে দিয়েছি।’

গত ১২ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ ও গণপূর্ত অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (সদ্য বদলি) জাকির হোসাইনের উপস্থিতিতে মন্ডলপাড়ায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মেয়র আইভী। এ বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমি উপমন্ত্রীর পদমর্যাদার একজন সিটি মেয়র, মসজিদের জায়গায়ও আমার সিটি এলাকার অন্তর্ভূক্ত এবং মসজিদের জায়গা নির্ধারণ ও নির্মাণকাজেও আমি সহযোগিতা করেছি এবং করে যাচ্ছি। আমি কেন ওই মসজিদ উদ্বোধন করেছি সেটা হচ্ছে তাদের সবচেয়ে বড় সমস্যা। যেন ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে আমি অপরাধ করে ফেলেছি। আসল কথা হচ্ছে, দুষ্ট মানুষের দুষ্ট যেমন চলতে থাকবে তেমনি উন্নয়ন কাজও চলতে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রকল্প কেউ বন্ধ করতে পারবে না।’

গত ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সহকারী জজ চতুর্থ আদালতে মসজিদ কমিটির করা মামলায় বিবাদী করা হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকদের। মামলায় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে মডেল মসজিদের ৪৩ শতাংশসহ ওয়াক্ফ সম্পত্তির প্রায় ৮৩ শতাংশ জমি দখল চেষ্টার অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান মডেল মসজিদ নির্মাণের কাজটি পেয়েছে।

মামলার বিবরণীতে বলা হয়েছে, মন্ডলপাড়া মসজিদ ও মসজিদ সংলগ্ন বিভিন্ন দাগে ৮২ দশমিক ৯০ শতাংশ মীর শরিয়ত উল্লাহ (মন্ডলপাড়া জামে মসজিদ) ওয়াক্ফ এস্টেট রয়েছে। এই জমি দখলের অপচেষ্টা চালাচ্ছেন বলে সিটি মেয়রের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। তবে এই এস্টেট থেকে ৪৩ শতাংশ জমি নারায়ণগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য দেওয়া হয়েছে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়