২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:২৫, ৩ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ২১:২৬, ৩ সেপ্টেম্বর ২০২১

মন্ত্রীর বাড়ি থেকে ফেরার পথে চেয়ারম্যানের উপর হামলার অভিযোগ

মন্ত্রীর বাড়ি থেকে ফেরার পথে চেয়ারম্যানের উপর হামলার অভিযোগ

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছের গাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় নিজ বাড়ি মাছিমপুর যাওয়ার পথে এ ঘটনা ঘটে বলে অভিযোগ।

ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ মুঠফোনে এ প্রতিবেদককে জানান, শুক্রবার দুপুরে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ সপরিবারের সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তারা রূপসী থেকে নিজবাড়ি ফেরার পথে ব্রাহ্মণগাঁ এলাকায় পৌঁছালে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী তাদের গাড়ির উপর হামলা করে। এ সময় তারা কিছু গুলিবর্ষণও করেন। এক পর্যায়ে সন্ত্রাসীরা চেয়ারম্যানের গাড়ি অবরুদ্ধ করে ফেলে কিন্তু এলাকাবাসীর তৎপরতার কারণে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন, ‘আজ আমার গাড়িতে যারা হামলা করেছে তারা মুড়াপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি। হামলার সময় সন্ত্রাসী রাজিব ওরফে পিস্তল রাজিব, মোহাম্মদ আলী, বাবু, রিয়াজসহ ১০-১২ জন ছিল। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি।’

তিনি আরও বলেন, ‘শুক্রবার হওয়ায় এ বিষয়ে এখনো কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করিনি। তবে রূপগঞ্জ থানায় বিষয়টা জানান হয়েছে। আগামীকাল এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।’

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো লিখিত পাইনি। তদন্তপূর্বক ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়