২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ১৯:৩৩, ২০ সেপ্টেম্বর ২০২০

আপডেট: ১৯:৩৫, ২০ সেপ্টেম্বর ২০২০

মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার বিদ্যুৎ মিস্ত্রি রিমান্ডে

মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার বিদ্যুৎ মিস্ত্রি রিমান্ডে

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলা পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার বিদ্যুৎ মিস্ত্রি মোবারক হোসেনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি।

তথ্যটি নিশ্চিত করেন সিআইডি’র পরিদর্শক বাবুল হোসেন জানান, পশ্চিম তল্লার বায়তুল সালাত মসজিদে দুটি বিদ্যুৎ সংযোগ ছিলো। যার মধ্যে একটি বৈধ এবং অপরটি অবৈধ। অবৈধ বিদ্যুৎ সংযোগ দেয়ার অভিযোগে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে পশ্চিম তল্লা এলাকা থেকে মোবারক হোসেনকে গ্রেফতার করা হয়। পরে রোববার ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, উক্ত ঘটনায় গ্রেফতারকৃত তিতাসের ৪ জন প্রকৌশলীসহ ৮ কর্মকর্তা ও কর্মচারীর দু`দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়