২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১০:২৩, ৫ সেপ্টেম্বর ২০২০

আপডেট: ১৫:৫১, ৫ সেপ্টেম্বর ২০২০

মসজিদে বিস্ফোরণ: শিশু, মুয়াজ্জিনসহ ১৬ জনের মৃত্যু

মসজিদে বিস্ফোরণ: শিশু, মুয়াজ্জিনসহ ১৬ জনের মৃত্যু

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ১৬ জনের মৃত্যু হয়েছে৷ নিহতদের মধ্যে মসজিদের মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৫) ও জুয়েল নামে সাত বছরের শিশুও রয়েছে৷ বিস্ফোরণের সময় তারা মসজিদের ভেতরেই ছিল৷

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সূত্রমতে, গুরুতর দগ্ধ অবস্থায় ৩৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়৷ প্রত্যেকের শরীরের অধিকাংশ আগুনে ঝলসে গেছে৷ তাদের মধ্যে সাত বছরের এক শিশুসহ ১৪ জনের মৃত্যু হয়েছে৷ চিকিৎসাধীন বাকিদের অবস্থায়ও আশঙ্কাজনক জানিয়েছে সূত্রটি৷

নিহতরা হলেন: মসজিদের মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৫), সাব্বির (২২), জুয়েল (৭), জামাল (৪০), জুবায়ের (১৪), হুমায়ূন কবির (৭০), মোস্তফা কামাল (৩৪), ইব্রাহিম (৪৩), রিফাত (১৮), জুনায়েদ (১৭), কুদ্দুস বেপারী (৭২), রাশেদ (৩০), জয়নাল (৫০) ও মাইনুদ্দিন (১২)৷

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, এখন পর্যন্ত ১৬ জন মারা গেছেন৷ তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী ৭ বছরের এক শিশু এবং সর্বোচ্চ ৭২ বছর বয়সী এক বৃদ্ধও রয়েছেন৷ তাদের শ্বাসনালী পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ অন্যদের অবস্থাও সংকটাপন্ন৷ এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না৷

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ চলাকালীন অবস্থায় পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে৷ বিস্ফোরণে মসজিদের ভেতর থাকা অধিকাংশ ব্যক্তি দগ্ধ হন৷

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, ব়্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের শীর্ষ কর্মকর্তারা৷ মসজিদের মেঝের নিচ দিয়ে তিতাসের গ্যাসের লাইন গিয়েছে জানিয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল জিল্লুর রহমান বলেন, মসজিদের মেঝের নিচ থেকে তিতাস গ্যাসের একটি লাইন গিয়েছে৷ মসজিদের ভেতর গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ তবে বিস্ফোরণের সঠিক কারণ জানতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি৷ এই কমিটি আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবেন৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়