২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৯:০৩, ১ নভেম্বর ২০২০

আপডেট: ২০:৩৪, ১ নভেম্বর ২০২০

মসজিদে বিস্ফোরণে নিহত ৫ পরিবারের সদস্যকে চাকরি দিল মডেল গ্রুপ

মসজিদে বিস্ফোরণে নিহত ৫ পরিবারের সদস্যকে চাকরি দিল মডেল গ্রুপ

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে নিহত পাঁচ পরিবারের সদস্যকে চাকরি দিয়েছে মডেল গ্রুপ। রোববার (১ নভেম্বর) দুপুর ১টায় মডেল গ্রুপের এমডি মাসুদুজ্জামান তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন।

পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিস্ফোরণে নিহত মসজিদের ইমামের ছেলে মো. নাইমুল ইসলামকে জুনিয়র একাউন্টস অফিসার, মোহাম্মদ আলীর মেয়ে ফারহানা আক্তারকে এডমিন এসিস্ট্যান্ট, হুমায়ূণ কবিরের ছেলে রনিকে জেনারেল ওয়েল্ডার, বাহাউদ্দিনের ছেলেকে এমআইসি ডিপাটমেন্টে, কুদ্দুস বেপারীর ছেলে সুপান বেপারীকে জেনারেল কোয়ালিটি ইন্সপেক্টর পদে নিয়োগ দেয় মডেল গ্রুপ।

মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান বলেছেন, বিস্ফোরণের ঘটনা পর থেকে মডেল গ্রুপ হতাহতদের সহযোগিতা ও সহায়তা করেছে। তখন হতাহতদের পরিবারের উদ্দেশ্যে বলে ছিলাম, কেউ যদি মডেল গ্রুপে চাকরি করতে চান জানাবেন। সেই পরিপ্রেক্ষিতে ৫ পরিবার ৫ জন মডেল গ্রুপে চাকরির জন্য আবেদন করে ছিলেন। তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী মডেল গ্রুপে চাকরি দেয়া হয়েছে। যদি আরো হতাহত পরিবারের কেউ চাকরি চায়, আমরা প্রস্তুত। বিস্ফোরণে যাদের হারিয়েছি, তাদের আর আমরা ফেরত পাবো না। তাই তাদের জন্য সকলের দোয়া চাই।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়