২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:০৮, ১৮ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ২১:০৯, ১৮ সেপ্টেম্বর ২০২২

মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ

মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রেস নারায়ণগঞ্জ: রাজধানীসহ সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি। রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপির আহবায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্যসচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, জেলা বিএনপির সদস্য মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, এমএইচ মামুন, সদস্য রাশিদা জামাল, ডা. মুজিবুর রহমান, সাখাওয়াত রানা, মাকিদ মোস্তাকিম শিপলু, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, সাধারণ সম্পাদক রুমা, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না প্রমুখ।

এই সময় মনিরুল ইসলাম রবি বলেন, ‘দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথে আছি। এদেশের মানুষের ভোটের অধিকার, মৌলিক অধিকার, কথা বলার বাকস্বাধীনতা উদ্ধার করার জন্য রাজপথে থেকে শাওন বুকের তাঁজা রক্ত দিয়েছে। আমরা শাওনের রক্ত বৃথা যেতে দিবো না।’

সাখাওয়াত হোসেন খান বলেন, ‘শাওনের ক্ষতস্থানে আমি হাত দিয়েছি। তার বুকের তাঁজা রক্ত এখনও আমাকে পীড়া দেয়। দেশের মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে থাকার অপরাধে শাওনকে জীবন দিতে হয়েছে। দেশের মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে থাকার অপরাধে যদি আমারও জীবন দিতে হয় তবুও পিছপা হবো না। আমি ২০১৪ সালে বহুবার মরনের হাত থেকে ফিরে এসেছি। তাই কোন বুলেট বা রক্তচক্ষুকে ভয় পাই না। মৃত্যুকে এখন ভয় লাগে না।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়