১৯ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২২:০২, ১০ জানুয়ারি ২০২১

আপডেট: ২২:১৫, ১০ জানুয়ারি ২০২১

মানবাধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে বিএইচআরসি’র মহানগর কমিটি

মানবাধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে বিএইচআরসি’র মহানগর কমিটি

প্রেস নারায়ণগঞ্জ: সুস্থভাবে বেঁচে থাকা ও স্বাভাবিক মৃত্যুর অধিকারসহ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার শপথ গ্রহণ করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) নারায়ণগঞ্জ মহানগরের নবগঠিত কমিটির সদস্যবৃন্দ। বিএইচআরসির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যায় শহরের দ্য গ্রান্ড হল রেস্তোরাঁয় নতুন কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণ করেন। এর পূর্বে কেইউ আকসিরকে সভাপতি ও মোহাম্মদ নাজমুল ইসলাম রুমিকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন: সিনিয়র সহসভাপতি ননী গোপাল সাহা, সহসভাপতি আঞ্জুমান আরা আকসির, রোকসানা খবির, এরশাদুর রহমান, শহীদুল আলম বুলবুল, সহ সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল আলম রুবেল, অর্থ সম্পাদক রীনা আহমেদ, সহ অর্থ সম্পাদক রোকন শেখ, মহিলা বিষয়ক সম্পাদক নাসিক কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি, সহ মহিলা সম্পাদক লায়লা ইয়াসমিন, সোনিয়া আজাদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক মতিয়ুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আছিয়া সুলতানা, সহ আইন বিষয়ক সম্পাদক হোসনি মোবারক, আন্তর্জাতিক সম্পাদক কামরুল হাসান, সহ আন্তর্জাতিক সম্পাদক মীর মঈনুল ইসলাম, দপ্তর সম্পাদক সানোয়ার হোসেন, সহ দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম, প্রচার সম্পাদক আক্তার হোসেন, সহ প্রচার সম্পাদক নাহিদ নিজামী, আফসানা আক্তার শিমু, সমাজ কল্যাণ সম্পাদক হাসিন শাহীন পাপ্পু, সহ সমাজকল্যাণ সম্পাদক মাহবুবুর রহমান, নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস তনিমা, ওসমান গনি, সালাহউদ্দিন, মোশারেফ হোসেন, আফছারুল হক জীবন ও আজিজুল হক।

অসুস্থতার কারণে কেইউ আকসির উপস্থিত হতে না পারায় সিনিয়র সহসভাপতি ননী গোপাল সাহার সভাপতিতেত্ব অনুষ্ঠানে নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। পরে শপথবাক্য পাঠ করেন তারা। এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে পরিচিতি সভার সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম রুমি।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়