২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১১:৪৮, ৪ আগস্ট ২০১৮

‘মানুষ যাতে কোথাও কষ্ট না পায়’: অয়ন ওসমান

‘মানুষ যাতে কোথাও কষ্ট না পায়’: অয়ন ওসমান

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সন্তান অয়ন ওসমান ৩ আগষ্ট রাত ২টা ৪ মিনিটে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন তারা যেন শুধু ট্রাফিক সিস্টেমে নয় মাদক নির্মূলেও কাজ করেন।

১৯৫২ সাল থেকে এদেশের যত বড় বড় আন্দোলন, সংগ্রাম, প্রতিবাদ হয়েছে সব ছাত্রদের মাধ্যমেই হয়েছে কিন্তু আমি ভেবেছিলাম ছাত্রদের সেই অবস্থা আর আগের মত নেই। বর্তমান পরিস্থিতিতে আমি বুঝতে পারছি যে, আমি কতটা ভুল ভেবেছিলাম। আমি দেশের একজন সাধারণ নাগরিক হয়ে এই যুগের ছাত্রদের গুরুর্ত্বপূর্ন পদক্ষেপকে স্বাগত জানাই ও শিক্ষার্থীদের নিয়ে গর্ববোধ করি। অতীতে ছাত্রদের ভুল বুঝানো হতো তা এখনও হতে পারে। আমার ভাইদের সাবধান এবং অনুরোধ জানাচ্ছি যে শুধু ট্রাফিক সিস্টেম নিয়ে নয় আমাদের দেশের আরেকটি বড় সমস্যা হল মাদক নির্মূল করা। এই মাদকের কারণে শত শত পরিবারগুলি ধ্বংসের মুখে চলে যাচ্ছে। আমার অনুরোধ রইলো আপনাদের বর্তমান তৈরি শক্তিটা মাদক নির্মূলের জন্য ব্যাবহার করুন। দেশের লক্ষ লক্ষ বাবা-মা যারা এই রাস্তায় তাদের সন্তান হারিয়েছেন ওনাদের দোয়া অর্জন করুন। একথা সত্যি এক বাবা-মায়ের দোয়া থাকলে পৃথিবীতে যেকোন সন্তানদের কেউ ভাল কাজে আটকানোর ক্ষমতা রাখেনা। আমাদের প্রতিবাদের একটা বিষয় মনে রাখতে হবে প্রতিবাদ করছি শুধুমাত্র মানুষের জন্য মানুষ যাতে কোথাও কষ্ট না পায়। ধন্যবাদ ও শুভরাত্রি।

স্ট্যাটাসটি পড়তে এখানে ক্লিক করুন

https://www.facebook.com/ayon.osman21/posts/10156517407729650

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়