২৩ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৭:২৮, ১৬ জুন ২০২১

আপডেট: ১২:৩৪, ১৭ জুন ২০২১

মানুষের কল্যাণে কাজ করলে আল্লাহকে পাওয়া যায়: আইভী

মানুষের কল্যাণে কাজ করলে আল্লাহকে পাওয়া যায়: আইভী

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমরা মানবধর্মে বিশ্বাসী। কাজেই ভক্তি, এই শিক্ষাই সকলকে দিতে হবে। ধর্ম তো মানুষের কল্যাণে। মানুষের সেবা করাই ঈশ্বরের ভক্তি। আমি মানুষের সেবা না করে যতই নামাজ পড়ি না কেন, সকাল-সন্ধ্যা যতই আরতি দেই না কেন, কোনো কাজে আসবে না। মানুষের মাঝেই আল্লাহ, ঈশ্বর, ভগবানকে খুঁজে পাওয়া যায়। মানুষের সেবা করলে আল্লাহ খুশি হন।’

বুধবার (১৬ জুন) সকাল সাড়ে ১১টায় নাসিকের ১৫ নম্বর ওয়ার্ডের টানবাজারে পরিচ্ছন্ন কর্মীদের জন্য নির্মাণাধীন দু’টি দশতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় কাউন্সিলর, আওয়ামী লীগ নেতা ও দলিত সম্প্রদায়ের (হরিজন) লোকজন উপস্থিত ছিলেন।

দলিত সম্প্রদায়ের লোকজনের পাশে তিনি সবসময় আছেন মন্তব্য করে সিটি মেয়র বলেন, ‘আমি প্রথম পৌরসভার চেয়ারম্যান হওয়ার পর থেকে অনেকবার এই কলোনীতে এইখানে এসেছি। আপনাদের ডেকে নিয়ে আলোচনা করেছি, আপনাদের সাথে খেয়েছি। আপনাদের আমরা যেই বেতন দেই সেটা তুলনামূলক কম। আপনাদের কিন্তু গ্যাস বিল ছাড়া বাসস্থানের কোনো খরচ দিতে হয় না। সবকিছু মিলিয়ে কীভাবে আপনাদের জন্য ভালো করা যায় সেই চিন্তা করছি। এজন্য একটা কমিটিও করে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমি ভবন করে দিচ্ছি। বাচ্চাদের জন্য স্কুল অবশ্যই থাকবে। একটা মন্দিরও করে দেবো। আর একটা খেলার মাঠও থাকবে। খোলা জায়গা থাকবে। আমার একটাই অনুরোধ, আপনারা প্রতিবেশী কাউকে বিরক্ত করবেন না। আশেপাশের মানুষ যেন আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ তুলতে না পারে। আর মাদকের বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। কেউ এইখানে যেন মাদক কেনা-বেচার সাথে জড়িত না থাকেন। যারা ধর্মীয় গুরু আছেন তারা এই বিষয়ে তাদের বোঝাবেন। মাদক খাওয়া ও বিক্রি দু’টোই অন্যায়। এই কাজ কলোনীতে কেউ করলে তারে কলোনী থেকে বের করে দিবেন।’

আইভী বলেন, ‘কোভিডকালীন সময়ে প্রধানমন্ত্রীর পাঠানো সর্বপ্রথম খাদ্যসামগ্রী আমি কাউন্সিলরের মাধ্যমে এই কলোনীতে পাঠিয়েছি। কাজের মাধ্যমেই ঈশ্বর, আল্লাহকে পাওয়া যায়। যে কাজে ফাঁকি দেয় তার সাথে সৃষ্টিকর্তা থাকে না। যে অন্যায় করে, মানুষকে ঠকায় তার সাথে কেউ থাকে না। যতটুকু সময় কাজ করবেন ততটুকু সময় মনোযোগ দিয়ে নিষ্ঠার সাথে কাজ করবেন। কোনো সমস্যা হলে কাউন্সিলরকে জানাবেন। কাউন্সিলরকে বাদ দিয়ে কারও উসকানিতে ফাঁদে পা দিবেন না।’

দলিত সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘বাচ্চাদের স্কুলে পাঠাতে হবে। বাচ্চাদের পড়াশোনা না করালে তাদের সাথে আমি নাই। যারা এইখানে অন্তত ডিগ্রি পাশ করেছে তাদের আমি বিশেষ কোটায় চাকরি দেওয়ার ব্যবস্থা করবো। আপনি সুইপার বলে আপনার সন্তানও তাই হবে, এইটা ভাববেন না।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আদিনাথ বসু, নাসিকের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা হাসান, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল, নারী সংহতি আন্দোলনের জেলা কমিটির সাধারণ সম্পাদক পপি রাণী সরকার, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শংকর সাহা, শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের অধ্যক্ষ হংস মহারাজ প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়