২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ০০:০৭, ৭ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১০:৫৬, ৭ ফেব্রুয়ারি ২০২৩

মারা গেছেন গুলিবিদ্ধ রেস্তোরাঁ ম্যানেজার

মারা গেছেন গুলিবিদ্ধ রেস্তোরাঁ ম্যানেজার

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ভবন মালিকের গুলিতে আহত রেস্তোরাঁর জেনারেল ম্যানেজার শফিউর রহমান কাজল (৫৮) মারা গেছেন৷ সোমবার (৬ জানুয়ারি) রাত পৌনে এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান৷

হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

রোববার রাত সাড়ে ৯টার দিকে ‘সুলতান ভাই কাচ্চি’ নামের রেস্তোরাঁর সামনে ফুটপাতে গুলিতে আহত হন ওই রেস্তোরাঁর মহাব্যবস্থাপক শফিউর রহমান কাজল (৫৮)। 

এ ঘটনায় ওই রেস্তোরাঁর ভবন মালিক আজহার তালুকদার (৬৫) ও তার ছেলে আরিফ তালুকদার মোহনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

ঘটনার পর রোববার রেস্তোরাঁর ব্যবস্থাপক রিপন সাহা বলেছিলেন, রোববার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে উত্তেজিত অবস্থায় পিস্তল ও শর্টগানের মতো দেখতে দুটি আগ্নেয়াস্ত্র হাতে রেস্তোরাঁয় ঢোকেন আজহার তালুকদার৷

এই ঘটনায় সোমবার সকালে রেস্তোরাঁ মালিক শুক্কুর আলী বাদী হয়ে তার প্রতিষ্ঠানের কর্মকর্তাকে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেন বলে জানান সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লা।

ওই মামলায় পুলিশ আজহার তালুকদার ও তার ছেলে আরিফ তালুকদারকে গ্রেপ্তার দেখায়। সোমবার রাতেই দু’জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

সদর থানার ওসি জানান, আজহার তালুকদারের নামে লাইসেন্স করা একটি পিস্তল ও একটি বন্দুক রয়েছে৷ অস্ত্র দু’টি পুলিশ জব্দ করেছে৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়