২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২৩:৩৫, ৪ জুন ২০২৩

আপডেট: ২৩:৩৬, ৪ জুন ২০২৩

মাসদাইরে হামলার শিকার পরিবারের পাশে অয়ন ওসমান

মাসদাইরে হামলার শিকার পরিবারের পাশে অয়ন ওসমান

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ নগরীর মাসদাইরে ইন্টারনেট ব্যবসা দখলে নিতে ছাত্রলীগ নেতার সশস্ত্র হামলায় আহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন৷

রোববার (৪ জুন) বিকেলে মাসদাইরে আহত পরিবারটির বাড়িতে যান অয়ন ওসমান৷ তিনি সেখানে ঘন্টাখানেকরও বেশি সময় অবস্থান করে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারটির সদস্যরা৷

এ সময় অয়ন ওসমান হামলার ঘটনার বিষয়ে দুঃখ প্রকাশ করেন এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন পরিবারের সদস্যদের৷

অয়ন ওসমান বলেন, ‘আমি ও আমার পরিবার স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শনে উজ্জীবিত হয়ে তাঁর আদর্শে রাজনীতি করে। সুতরাং কারো উপর জুলম করার রাজনীতিতে বিশ্বাসী নয় আমার পরিবার। আমি অতীতেও বলেছি আজও বলছি, যারা আমার ও আমার পরিবারের নাম ভাঙ্গিয়ে অন্যের উপর জুলুম করে, অবিচার করে, অন্যের ব্যবসা ও অন্যের জায়গা দখলে নেয়ার চেষ্টা চালায় তারা কখনো আমার বন্ধু বা আমার কর্মী হতে পারে না। আমি কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেইনি আর কখনো দেবো না। তাই আমি এলাকার মুরব্বিদের আহ্বান জানাই তারা যেন বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।’

‘সেই সাথে যারা এই অনাকাঙ্খিত হামলার ঘটনা ঘটিয়েছে তারা যেন অতিসত্ত্বর ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়। সেই সাথে ফের এমন ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে হামলাকারীসহ এলাকার সবাইকে কঠোর হুঁশিয়ারি দেন তিনি৷

তিনি আরও বলেন, ‘কারো কোন ব্যবসা দখলে নেয়া চলবে না, যার যার ব্যবসা সে সে স্বাধীনভাবে পরিচালনা করবে। ব্যবসায়ীরা যেন নির্ভয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে সে ব্যাপারে আমার সবরকম সহযোগিতা অব্যাহত থাকবে।’

নাম প্রকাশ না করার শর্তে আহত পরিবারের দু’জন সদস্য বলেন, বিকেল চারটার দিকে তাদের বাসায় যান অয়ন ওসমান৷ এই সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাবেক সভাপতি ইব্রাহিম চেঙ্গিস, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের জেলা সভাপতি ফয়েজউদ্দিন আহমেদ লাভলু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু৷ তাদের উপস্থিতিতে হামলাকারীদের নেতৃত্ব দেওয়া ছাত্রলীগ নেতা আশরাফুল ইসমাইল রাফেলের ভাই রাসেল প্রধান আহত পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চান৷

আহতের পরিবারের এক সদস্য বলেন, ‘অয়ন ওসমান হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন৷ আমাদের পাশে আছেন বলে জানান৷ তার নাম ভাঙিয়ে অনেকে অপকর্ম করে বেড়ায় এবং তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন বলে জানান৷ হামলাকারীদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন বলায় আমরা আর মামলা-মোকদ্দমায় যাচ্ছি না৷’

গত শনিবার রাতে মাসদাইর এলাকার ইন্টারনেট ব্যবসা দখলে নিতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল রাফেল প্রধান ও তার ভাই রাসেল প্রধান তাদের অনুসারী লোকজনকে নিয়ে হামলা চালান৷ এ সময় তারা ইন্টারনেট ব্যবসায়ী ইফাদুর রহমান তুষারের ব্যবসা প্রতিষ্ঠান ও তার মামার বাড়িতে (এ বাড়ির নিচতলায় তুষারের অফিস) ভাঙচুর চালান৷ হামলাকারীরা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটান বলেও অভিযোগ আহত পরিবারের সদস্যদের৷

হামলায় আহত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের মাসদাইর এলাকার তরুণ ইন্টারনেট ব্যবসায়ী ইফাদুর রহমান তুষার (৩২), তার বড়বোন শান্তা রহমান বৈশাখী (৩৬), মামা মতিন আহমেদ (৭০) ও কামাল আহমেদ (৬০)৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়